ফাগুনের প্রথম বৃষ্টিতে লন্ডভন্ড বইমেলা

বৃষ্টিতে বইমেলার স্টলের অবস্থা
বৃষ্টিতে বইমেলার স্টলের অবস্থা  © সংগৃহীত।

ফাগুনের প্রথম বৃষ্টিতে লন্ডভন্ড হয়ে পড়েছে অমর একুশে বইমেলার দুই প্রাঙ্গণ। মেলার অধিকাংশ স্টলই কম-বেশি ভিজে গেছে। এতে বই ভেজার পাশাপাশি স্টলও ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে যথাসময়ে মেলার দ্বার খুলে বেলা তিনটায়।

রবিবার দুুপুরে সরেজমিনে দেখা গেছে, বাংলা একাডেমির নজরুল মঞ্চ এলাকার আশপাশে এক হাত পরিমাণ পানি জমেছে। অন্যপাশ থেকে একটু নিচু হওয়ায় এখানকার স্টলগুলোর নিচে প্রবেশ করেছে পানি। ফায়ার সার্ভিসের সদস্যরা মেশিনের সাহয্যে পানি নিষ্কাশনের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। 

একাডেমির পুকুর পাড়ে অবস্থিত লেখক কুঞ্জের পাশের স্টলগুলোতে পানি ঢুকেছে বেশি। পরিচ্ছন্নতা কর্মীরা চারপাশে ঝাড়ু দিয়ে বৃষ্টিতে ঝরে পড়া পাতা সরিয়ে নেওয়ার কাজ করে যাচ্ছে। নন্দিনী সাহিত্য ও পাঠচক্র স্টলের মনির বলেন, ছাদ দিয়ে পানি পড়ে নিচে রাথা সব বই ভিজে গেছে। পানিতে অবস্থা কাহিল।

অন্যদিকে, গ্রন্থমেলার সোহরাওয়ার্দী উদ্যান অংশের নিচু এলাকায় জমেছে বৃষ্টির পানি। সেখান থেকেও ফায়ার সার্ভিসের সদস্যরা মেশিনের সাহায়্যে পানি রাস্তার ড্রেনে ফেলার কাজ করে যাচ্ছে। জলছবি প্রকাশনীর কর্মী আশিক বলেন, বৃষ্টিতে আমাদের ২শ’ র বেশি বই ভিজে গেছে। আহমেদ পাবলিশার্স, নালন্দা, জাতীয় প্রকাশ ও বাংলা প্রকাশ স্টলের বই ভিজেছে বেশি। 

মেলার সার্বিক বিষয়ে মেলা পরিচালনা কমিটির সদস্য সচিব ড. জালাল আহমেদ বলেন, আমরা সকাল ৮টা থেকে কাজ করছি। বৃষ্টির সম্ভাবনা জানিয়ে আমরা দু-তিন ধরে মাইকিং করেছি। যার কারণে এবার ক্ষয়ক্ষতি কম হয়েছে। মেলার কার্যক্রম যথাসময়ে শুরু হবে।


সর্বশেষ সংবাদ