বইমেলায় ডা. আনিসের উপন্যাস ‘পাতায়া বিচের লিয়ানা’
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০১৯, ০৭:২৩ PM , আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০১৯, ০৮:১৮ PM
এবারের অমর একুশে ব্ইমেলায় প্রকাশিত হয়েছে রাজধানীর স্টেট কলেজ অব হেলথ সায়েন্সের বিভাগীয় প্রধান ডা. আনিস আহমেদের উপন্যাস ‘পাতায়া বিচের লিয়ানা’। এটি থাইল্যান্ড ও বাংলাদেশের প্রেক্ষাপট নিয়ে লেখা।
ডা. আনিস আহমেদের উপন্যাসটি মুক্তচিন্তা প্রকাশনা থেকে বের হয়েছে। এটি মেলার ৫২৮ ও ৫২৯নং স্টলে পাওয়া যাচ্ছে। বইটির মূল্য রাখা হয়েছে ২০০ টাকা।