ইসলামী ব্যাংকে নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ কবে, যা জানা যাচ্ছে
ইসলামী ব্যাংকের ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার ও ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার (ক্যাশ) নিয়োগ পরীক্ষা ফলাফল এখনও প্রস্তুত হয়নি। তবে দ্রুত প্রকাশের জন্য কার্যক্রম চলছে। বুধবার (৫ নভেম্বর) ব্যাংকের দায়িত্বশীল এক কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।
এ কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘দুই পদে নিয়োগ পরীক্ষা গ্রহণের পর ফলাফল প্রকাশের জন্য প্রয়োজনীয় কার্যক্রম চলছে। আজকালের মধ্যে বলা যাবে, কবে ফলাফল প্রকাশ করা হবে। এখনও তারিখ নির্ধারণ করা হয়নি।’
জানা গেছে, গত ১ নভেম্বর (শনিবার) রাজধানীর ৩১টি শিক্ষাপ্রতিষ্ঠানে বেসরকারি এ ব্যাংকের নিয়োগ পরীক্ষা সম্পন্ন হয়। এ জন্য এক লাখ ৩২ হাজার চাকরিপ্রার্থী আবেদন করেছিলেন। ৫০ শতাংশ প্রার্থী নিয়োগ পরীক্ষায় অংশ নেন।
আরও পড়ুন: সরকারি বাসায় না থাকা কর্মকর্তাদের অনলাইনে ‘না-দাবি সনদ’ সেবা চালু
গত ২৯ ও ৩০ সেপ্টেম্বর দুই পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। আগ্রহী প্রার্থীদের ১৬ অক্টোবরের মধ্যে অনলাইনে আবেদন করতে বলা হয়।
নিয়োগ পাওয়ার পর ট্রেইনি এসিস্ট্যান্ট অফিসার ২৮ হাজার ও ট্রেইনি এসিস্ট্যান্ট অফিসার (ক্যাশ) ২৬ হাজার টাকা বেতন পাবেন। প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা দেওয়া হবে। স্নাতকোত্তর বা সমমান অথবা ৪ বছর মেয়াদি স্নাতক (সম্মান) ডিগ্রিধারীদের এ দুই পদে আবেদনের সুযোগ দেওয়া হয়।