মেমস এবং মেভস স্কুলে ৩ দিনের সাংস্কৃতিক উৎসব
মেম্স এবং মেভ্স স্কুল, মেম্স অ্যালামনাই এবং উত্তরা বিশ্ববিদ্যালয় প্রতিযোগিতামূলক তিন দিনের সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করেছে। অনুষ্ঠানে বিভিন্ন প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা তাদের শিল্প প্রতিভা প্রদর্শন করেছে। অনুষ্ঠানে স্টাডি ডট নেট (Study.Net) এবং জিইআইএসটি (GEIST) ইন্টারন্যাশনালের সহায়তায় গান, অঙ্কন, আবৃত্তি, গল্প বলা এবং নৃত্য অন্তর্ভুক্ত ছিল।
- বেসরকারি বিশ্ববিদ্যালয়
- ১০ অক্টোবর ২০২৪ ০১:৩৯