বশেমুরকৃবিতে ভেটেরিনারি অনুষদের ইন্টার্নশিপ প্রোগ্রামের উদ্বোধন
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরকৃবি) ভেটেরিনারি মেডিসিন অ্যান্ড অ্যানিমেল সায়েন্স অনুষদের সপ্তম ব্যাচের ইন্টার্নশিপ প্রোগ্রাম শুরু হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. গিয়াস উদ্দীন মিয়া এ প্রোগ্রামের উদ্বোধন করেন। সোমবার বিশ্ববিদ্যালয়ের উপ-রেজিস্ট্রার মো. মজনু মিয়া এ তথ্য জানিয়েছেন।
অনুষ্ঠানে অনুষদীয় ডীন প্রফেসর ড. মো. গোলাম হায়দারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রেজারার প্রফেসর তোফায়েল আহমেদ, জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. এসএম উকিল উদ্দিন এবং স্কয়ার ফার্মাসিউটিক্যালসের সিনিয়র ম্যানেজার (এগ্রোভেট) বিপ্লব কুমার সেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সাবেক ডিন প্রফেসর ড. আ ন ম আমিনুর রহমান। স্কয়ার ফার্মাসিউটিক্যালসের এগ্রোভেট ডিভিশনের সহযোগিতায় অনুষ্ঠিত এই অনুষ্ঠানে অনুষদীয় সকল শিক্ষক, ইন্টার্নশিপ শিক্ষার্থীসহ কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।