করোনায় সিকৃবি অধ্যাপকের মৃত্যু

অধ্যাপক ড. আজমুল হুদা
অধ্যাপক ড. আজমুল হুদা   © টিডিসি ফটো

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি মৃত্তিকা বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. আজমুল হুদা মারা গেছেন। বুধবার (৪ আগস্ট) সিলেট নগরীর পার্ক ভিউ মেডিকেল সেন্টারের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা দপ্তর এ তথ্য নিশ্চিত করেছে। মরহুমের মরদেহ তার নিজ বাড়ি জামালপুরে সমাহিত হবার কথা রয়েছে।

ড. আজমুল হুদা সিলেট কৃষি বিশ্বব্যিালয় প্রতিষ্ঠার প্রথমদিকেই কৃষি অনুষদে শিক্ষকতা শুরু করেন। তার দীর্ঘ কর্মজীবনে তিনি বিভাগীয় প্রধান, সহকারী হল প্রভোস্টসহ বিশ্ববিদ্যালয়ের নানা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। কৃষি জমি ও ফসলি মাটি নিয়ে তার বেশকিছু গবেষণাও রয়েছে।

এদিকে, অধ্যাপক আজমুল হুদার মৃত্যুতে সিকৃবি ক্যাম্পাসে শোকের ছায়া নেমে এসেছে। এ ঘটনায় উপাচার্য অধ্যাপক ড. মো. মতিয়ার রহমান হাওলাদার গভীর শোক প্রকাশ করেছেন। তিনি মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন। পাশাপাশি শোক প্রকাশ করেছে শিক্ষক সমিতি, অফিসার পরিষদ, কর্মচারী পরিষদ।


সর্বশেষ সংবাদ