বাকৃবির নতুন ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক জাকির

অধ্যাপক ড. এ. কে. এম. জাকির হোসেন।
অধ্যাপক ড. এ. কে. এম. জাকির হোসেন।  © টিডিসি ফটো

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) নতুন ছাত্রবিষয়ক উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের ফসল উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এ. কে. এম. জাকির হোসেন। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিশ্ববিদ্যালয় প্রশাসন আগামি দুই বছরের জন্য অধ্যাপক ড. এ. কে. এম. জাকির হোসেনকে ছাত্র বিষয়ক উপদেষ্টা হিসেবে নিয়োগ দিয়েছেন। অধ্যাপক ড. এ. কে. এম. জাকির হোসেন একই বিভাগের অধ্যাপক ড. ছোলায়মান আলী ফকিরের স্থলাভিষিক্ত হলেন।

আগামী ৯ অক্টোম্বর তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবেন বলে নিশ্চিত করেছেন সহযোগী ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. আজহারুল ইসলাম।

তিনি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ও শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য, কৃষিবিদ ইন্সটিটিউশন বাংলাদেশ ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের যুগ্ম মহাসচিব, বাকৃবি শিশু কিশোর কাউন্সিলের সভাপতির দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক পেশাগত সংগঠনের কার্যক্রমের সঙ্গে জড়িত।


সর্বশেষ সংবাদ