শেকৃবির হলে গাঁজা সেবন, প্রভোস্ট চলে আসায় শিক্ষার্থীর কাণ্ড
রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) শেরেবাংলা হলে গাঁজা সেবনের অভিযোগে আশরাফুল ইসলাম নামে এক শিক্ষার্থীকে আটক করেছে হল প্রশাসন। সোমবার (১৪ এপ্রিল) রাতে হলের ৬১১ নম্বর কক্ষে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আশরাফুল বিশ্ববিদ্যালয়ের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তার কাছ থেকে দুটি স্মার্টফোন ও একটি ইলেক্ট্রনিক মাদক সেবন ডিভাইস জব্দ করা হয়েছে। জানা গেছে, আশরাফুল ইসলাম শেরেবাংলা হলের ৬১১ নম্বর কক্ষে ছিলেন। আগে তার বিরুদ্ধে মাদক সেবনের অভিযোগ থাকায় হল প্রশাসন তাকে পর্যবেক্ষণে রাখে।
অভিযোগের ভিত্তিতে সোমবার রাতে হল প্রভোস্ট আনসারসহ কক্ষে উপস্থিত হন। এ সময় আশরাফুলকে গাঁজা সেবনরত অবস্থায় আটক করা হয়। এর আগে পারফিউম দিয়ে ও কয়েল জ্বালিয়ে গন্ধ লুকানোর চেষ্টা করেন তিনি। আটকের পর আশরাফুল বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিতভাবে মাদক সেবনের বিষয়টি স্বীকার করে ক্ষমা চান।
আরো পড়ুন: ‘চিকিৎসকের অবহেলায়’ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যুর অভিযোগ
শেরেবাংলা হলের প্রভোস্ট অধ্যাপক মো. আব্দুল লতিফ বলেন, ‘তথ্যের ভিত্তিতে আমি আনসার এবং একজন গার্ডসহ ১১৬ নম্বর কক্ষে যাই। রুমে নক করার পরও সে দরজা খুলতে পাঁচ থেকে সাত মিনিট সময় নেয়। তখন আমরা বাইরে থেকেই গাঁজার গন্ধ পাই। পরে সে পারফিউম লাগিয়ে ও কয়েল জ্বালিয়ে গন্ধ ঢাকার চেষ্টা করে।’
তিনি বলেন, আশপাশের রুমের শিক্ষার্থীরাও জানিয়েছে, ওই রুমে নিয়মিত গাঁজা সেবন করা হয়। পরে সে আমাদের কাছে গাঁজা সেবনের কথা স্বীকার করে এবং ক্ষমা চায়। তার কাছ থেকে দুটি মোবাইল ফোন ও একটি ইলেক্ট্রনিক মাদক সেবন ডিভাইস জব্দ করা হয়েছে। মঙ্গলবার অফিস খোলার পর ব্যবস্থা নেওয়া হবে।