খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের ওরিয়েন্টেশন ও ক্লাস নিয়ে যা জানাল কর্তৃপক্ষ
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৪, ১২:২৬ PM , আপডেট: ১০ ফেব্রুয়ারি ২০২৪, ১২:২৬ PM
খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের (খুকৃবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন এবং শিক্ষা কার্যক্রমের শুরু হবে আগামী সোমবার (১২ ফেব্রুয়ারি)। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার খন্দকার মাজহারুল আনোয়ার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের অবগতির জন্য বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২০২২-২৩ শিক্ষাবর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন এবং শিক্ষা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠান আগামী ১২ ফেব্রুয়ারি (সোমবার) সকাল ১১টায় অনুষ্ঠিত হবে।
আরো পড়ুন: গুচ্ছে থেকে ভর্তি পরীক্ষা নিতে ইবিকে নির্দেশ ইউজিসির
বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাস-১ (দেয়ানা,দৌলতপুর,খুলনা) এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ভর্তিকৃত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে। এরপর প্রতিটি অনুষদের ক্লাস সংশ্লিষ্ঠ অনুষদের রুটিন অনুযায়ী শুরু হবে।