কৃষি গুচ্ছের বিষয় পছন্দক্রমের সময় বেড়েছে
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২০ আগস্ট ২০২৩, ০৮:১৪ AM , আপডেট: ২০ আগস্ট ২০২৩, ০৮:১৪ AM
কৃষিবিজ্ঞান বিষয়ে ডিগ্রি প্রদানকারী আটটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ পদ্ধতিতে ২০২২-২৩ শিক্ষাবর্ষে প্রথমবর্ষ স্নাতক (সম্মান)/স্নাতক শ্রেণির বিশ্ববিদ্যালয় ও ডিগ্রি/বিষয়সমূহের পছন্দক্রম/অপশন প্রদানের সময় আজ রোববার (২০ আগস্ট) সকাল ১০টা পর্যন্ত বাড়ানো হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, শিক্ষার্থীদের আবেদনের প্রেক্ষিতে ডিগ্রী/সাবজেক্ট নির্বাচনের সময় ২০.০৮.২৩ তারিখ সকাল ১০.০০ পর্যন্ত বাড়ানো হয়েছে।
কৃষিবিজ্ঞান বিষয়ে ডিগ্রি প্রদানকারী আটটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে গত ৯ আগস্ট)। গত ৫ আগস্ট (শনিবার) অনুষ্ঠিত হয় ভর্তি পরীক্ষা। এতে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণদের মধ্যে বিশ্ববিদ্যালয়সমূহের মোট আসন সংখ্যা অনুযায়ী মেধাতালিকা ও অপেক্ষমান তালিকা সংযুক্ত করা হয়।