কলেজে ভর্তি জালিয়াতি চক্রের তিন সদস্য আটক

র‍্যাবের হাতে আটক প্রতারক চক্রের সদস্য
র‍্যাবের হাতে আটক প্রতারক চক্রের সদস্য  © সংগৃহীত

বগুড়া সরকারি শাহ সুলতান কলেজের ভর্তি জালিয়াতি ঘটনায় ৩ জনকে আটক করা হয়েছ। এদের মধ্যে দুইজনকে  র‌্যাব এবং একজনক পুলিশ আটক করেছে।

শনিবার (১৯ আগস্ট) সরকারি শাহ সুলতান কলেজে র‌্যাব-১২ সদস্যরা ছায়া তদন্ত করতে গিয়ে মূল হোতা অফিস সহকারী হারুন ও অমিনুলকে আটক করে ক্যাম্পে নিয়ে যায়। অন্যদিকে পুলিশ ঘটনার সাথে জড়িত সন্দেহে আব্দুল হান্নান নামে এক অফিস সহকারীকে গ্রেফতার করে।

জানা গেছে, সরকারি শাহ সুলতান কলেজে ২৫ শিক্ষার্থীর চলতি এইচএসসি পরীক্ষা দিতে না পারার ঘটনায় তোলপাড় সৃষ্টি হয়। পরে বিষয়টি নিয়ে অনুসন্ধানে নামে র‍্যাব ও পুলিশ। পরে কলেজে অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত তিনজনকে গ্রেপ্তার করা হয়।

এদিকে ২৫ শিক্ষার্থীর এইচএসসি পরীক্ষা দিতে না পারার ঘটনা খতিয়ে দেখতে ৪ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে রাজশাহী শিক্ষা বোর্ড। কমিটির সদস্যরা আজ শনিবার সরকারি শাহ সুলতান কলেজে এসে বিভিন্ন নথি যাচাই করেন। 

এ বিষয়ে রাজশাহী শিক্ষা বোর্ডের সচিব হুমায়ন কবির বলেন, এই ঘটনার সাথে যারা জড়িত তারা কেউ রেহাই পাবে না। জড়িতদের শান্তি পেতেই হবে। 


সর্বশেষ সংবাদ