১৫ ডিসেম্বর ২০২৫, ১০:৪৮

মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষার ফল পুনঃনিরীক্ষণ শুরু, জেনে নিন নিয়ম

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর  © টিডিসি সম্পাদিত

দেশের সরকারি-বেসরকারি মেডিকেল-ডেন্টাল কলেজের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল রবিবার (১৪ ডিসেম্বর) প্রকাশ করা হয়েছে। এতে ৩৩ শতাংশ শিক্ষার্থীরা ফেল করেছে। প্রকাশিত ফলাফল পুনঃনিরীক্ষণের সুযোগ দিচ্ছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। আজ থেকে ১ হাজার টাকা ফি দিয়ে আবেদন করতে পারবেন শিক্ষার্থীরা।

রবিবার (১৪ ডিসেম্বর) বিকেলে মেডিকেল-ডেন্টালে ভর্তির ফলাফল প্রকাশ করা হয়। এ ফলাফল পুনঃনিরীক্ষণ করার সুযোগ দেওয়া হয়েছে। এবার পাসের হার ৬৬.৫৭ শতাংশ। অর্থাৎ ৩৩.৪৩ শতাংশ শিক্ষার্থী ফেল করেছেন।

পুনঃনিরীক্ষণের নিয়ম
আজ সোমবার (১৫ ডিসেম্বর) থেকে ২০ ডিসেম্বরের মধ্যে ১০০০ টাকা (অফেরতযোগ্য) টেলিটক এসএমএসের মাধ্যমে জমা দিয়ে পরীক্ষার ফল পূণঃনিরীক্ষার জন্য আবেদন (Submit) করা যাবে। পূণঃনিরীক্ষার ফল আবেদনকারীকে টেলিটক এসএমএসের মাধ্যমে যথাসময়ে জানানো হবে। এ ব্যাপারে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর কর্তৃক গঠিত কমিটির সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে। 

ভর্তি পরীক্ষার ফল পুনঃনিরীক্ষণ পদ্ধতি: টেলিটকের যে কোন প্রিপেইড মোবাইল থেকে এসএমএস করতে হবে। ১ম SMS: DGME RSC Roll No লিখে পাঠিয়ে দিতে হবে 16222 নম্বরে। (যেমন DGME Space RSC Space > 1116000 ) ফিরতি মেসেজে একটি PIN নম্বর আসবে।

২য় এসএমএস: ফি প্রদানের জন্য প্রাপ্ত PIN নম্বর দিয়ে এসএমএস করতে হবে DGME < Space > RSCYESPIN পাঠিয়ে দিতে হবে 16222 নম্বরে। (যেমন: DGME< Space > RSC YES < Space > 12345678)। এসএমএস বাবদ একটি প্রাপ্তি স্বীকার এসএমএস পাওয়া যাবে।

আরও পড়ুন: রাবিতে ভর্তিচ্ছুদের জন্য জরুরি নির্দেশনা, আসনবিন্যাস কিউআর কোডে

এ বছর মোট আবেদনকারী ছিলেন ১ লাখ ২২ হাজার ৬৩২ জন। যার মধ্যে ৪৯ হাজার ২৮ জন আবেদনকারী ছেলে এবং ৭৩ হাজার ৬০৪ জন মেয়ে। এর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৫০ হাজার ৫১৪ জন মেয়ে এবং ৩১ হাজার ১২৮ জন ছেলে।

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট www.dgme.gov.bd এবং স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইট www.dghs.gov.bd ও https://result.dghs.gov.bd হতে পরীক্ষার ফল জানতে পারবেন শিক্ষার্থীরা।

স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইটে ভিজিট করে ‘MBBS Result 2025-2026’ লিংকে ক্লিক করে ভর্তি পরীক্ষার রোল নম্বর দিতে হবে। এরপর ‘Result’ বাটনে ক্লিক করলেই ফলাফল দেখা যাবে। ভর্তিচ্ছুরা এটি ডাউনলোড বা স্ক্রিনশট নিতে পারবেন। মেধাতালিকা ওয়েবসাইটে পিডিএফ আকারেও প্রকাশ করা হয়েছে।