৯ বিশ্ববিদ্যালয় নিয়েই কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা, তারিখ নির্ধারণ এ সপ্তাহেই
২০২৫-২৬ শিক্ষাবর্ষে কৃষিগুচ্ছের ভর্তি কার্যক্রমে ৯টি বিশ্ববিদ্যালয়ই থাকছে। চলতি সপ্তাহেই সভা করে ভর্তি পরীক্ষার সময়সূচির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। এবার গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় (গাকৃবি) কৃষি গুচ্ছ পরীক্ষা প্রক্রিয়ায় নেতৃত্ব দেবে।
কৃষি গুচ্ছভুক্ত একটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘আগামী ১৪ নভেম্বর ভর্তি কমিটির প্রথম সভা রয়েছে। এদিন ভর্তি পরীক্ষার সময়সূচির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। আগের বছরের মতো এবারও ৯টি বিশ্ববিদ্যালয় থাকছে।
জানা গেছে, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) এবার এককভাবে ভর্তি পরীক্ষা নেওয়ার ইঙ্গিত দিয়েছিল। পরে সে অবস্থান থেকে সরে এসে কৃষি গুচ্ছে থাকার সিদ্ধান্ত নেয়। অর্থাৎ আগের বছরের মতোই কৃষি গুচ্ছের আওতায় বাকৃবির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
আরও পড়ুন: উপাচার্যদের নিয়ে সভায় বসছে ইউজিসি, গুচ্ছ প্রক্রিয়ায় বিশ্ববিদ্যালয় কি বাড়ছে?
বাকৃবি রেজিস্ট্রার ও কেন্দ্রীয় ভর্তি কমিটির সদস্যসচিব ড. মো. হেলাল উদ্দীন এ তথ্য জানান। এর আগে ২০২৪-২৫ ভর্তি পরীক্ষা চলাকালীন বাকৃবি উপাচার্য বলেছিলেন, ‘বাকৃবির নেতৃত্বে পাঁচ বছর টানা কৃষিগুচ্ছ পরীক্ষা হলেই কেবল গুচ্ছতে থাকব। অন্যথায় বাকৃবি স্বতন্ত্র পরীক্ষা নেবে।’
কৃষি গুচ্ছের আওতাধীন বিশ্ববিদ্যালয়গুলো হলো বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় ও কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়।