কৃষির ৯ বিশ্ববিদ্যালয়ের শূন্য আসনে স্পট অ্যাডমিশনের ফল প্রকাশ
২০২৪-২৫ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষার স্পট অ্যাডমিশনের জন্য নির্বাচিত প্রার্থীদের ফলাফল প্রকাশিত হয়েছে। রবিবার (২০ জুলাই) কৃষিগুচ্ছের ভর্তিবিষয়ক ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়েছে।
শিক্ষার্থীদের মেধাক্রম এবং তাদের কাঙ্ক্ষিত বিশ্ববিদ্যালয় ও ডিগ্রি বা বিষয় পছন্দক্রম অনুসারে এ ফলাফল প্রকাশিত হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, এ প্রক্রিয়ার মাধ্যমে যেসব শিক্ষার্থী আগে আসন নিশ্চিত করতে পারেননি বা নতুন করে সুযোগ পেতে চেয়েছিলেন, তারা স্পট অ্যাডমিশনের আওতায় এসেছেন।
আরও পড়ুন: ২৭৩৭ শিক্ষাপ্রতিষ্ঠানের পরিদর্শন ও নিরীক্ষা প্রতিবেদনের তালিকা প্রকাশ
ভর্তিচ্ছু শিক্ষার্থীদের তাদের মেধাতালিকা এবং পছন্দের ভিত্তিতে বিভিন্ন কৃষি বিশ্ববিদ্যালয়ের ১ম বর্ষ স্নাতক (সম্মান) ও স্নাতক শ্রেণিতে ভর্তির সুযোগ দেওয়া হয়েছে। কৃষি গুচ্ছের ৯ বিশ্ববিদ্যালয়ের ফলাফলসহ বিস্তারিত তথ্য ওয়েবসাইট ( https://acas.edu.bd/notice) থেকে জানা যাবে।