১৯ জুন ২০২৫, ০৯:১১
ঢাবির খেলোয়াড় কোটায় বিষয় পছন্দক্রম ২১ জুনের মধ্যে পূরণের পরামর্শ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে খেলোয়াড় কোটায় বিষয় পছন্দক্রম ও বিস্তারিত ফরম পূরণের জন্য আর দুই দিন সময় পাবেন ভর্তিচ্ছু শিক্ষার্থীরা। আগামী ২১ জুন পর্যন্ত এ ফরম পূরণ করা যাবে। অনলাইনের মাধ্যমে এ কার্যক্রম সম্পন্ন করতে হবে।
বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে। এক বার্তায় বলা হয়েছে, খেলোয়াড় ইউনিটের বিষয় পছন্দের ক্রম ও বিস্তারিত ফর্ম আগামী ২১ জুনের মধ্যে অনলাইনে পূরণ করার পরামর্শ দেওয়া হলো। বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
আরও পড়ুন: জবির ষষ্ঠ মেধাতালিকায় ভর্তি শেষ হচ্ছে আজ
এর আগে ব্যবসায়ী শিক্ষা ইউনিটের কোটা যাচাই-বাছাইয়ের জন্য সাক্ষাৎকার নেওয়া হয়েছে মঙ্গলবার (১৭ জুন)। একইদিন বিজ্ঞান ইউনিট আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তি পরীক্ষায় নতুন বিষয় মনোনয়নপ্রাপ্তদের সাক্ষাৎকার নেওয়া হয়।