১১ জুন ২০২৫, ১১:২০

জবির সব ইউনিটে কোটার সাক্ষাৎকারের তারিখ ঘোষণা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়  © ফাইল ছবি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তির এ, বি, সি, ডি ও ই-ইউনিটের কোটার সাক্ষাৎকারের তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ১৭ জুন (মঙ্গলবার) সংশ্লিষ্ট অনুষদের ডিন অফিসে এ সাক্ষাৎকার নেওয়া হবে। ভর্তিবিষয়ক ওয়েবসাইটে পৃথক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে যে সব শিক্ষার্থী বিভিন্ন কোটায় ভর্তির জন্য আবেদন করেছেন, কোটার সব প্রমাণাদিসহ সাক্ষাৎকারের জন্য উপস্থিত হওয়ার জন্য জানানো হলো। মুক্তিযোদ্ধার সন্তান, উপজাতি, দলিত ও হরিজন, প্রতিবন্ধী, খেলোয়ার কোটা ও পোষ্য কোটার জন্য এ সাক্ষাৎকার নেওয়া হবে।

আগামী ১৭ জুন সকাল ৯টা থেকে উপস্থিত থাকতে হবে শিক্ষার্থীদের। সাক্ষাৎকারের সময় নিম্নোক্ত কাগজপত্র অবশ্যই সঙ্গে আনতে হবে:
১. ভর্তি পরীক্ষায় কক্ষ প্রত্যবেক্ষক (Invigilator) কর্তৃক স্বাক্ষরিত প্রবেশপত্র।

২. এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান পরীক্ষার মূল নম্বরপত্র।

৩. শিক্ষার্থীদের জন্ম নিবন্ধন সনদ।

মুক্তিযোদ্ধার কোটা: ক) লাল মুক্তিবার্তা/সরকারি গেজেটের ফটোকপি। খ) মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় কর্তৃক মূল সনদপত্র।

উপজাতি/ক্ষুদ্র নৃ-গোষ্টি কোটা: ক) জেলা প্রশাসক কর্তৃক প্রদত্ত উপজাতি/ ক্ষুদ্র নৃ-গোষ্টির মূল সনদপত্র। খ) গোষ্টি প্রধান কর্তৃক প্রদত্ত সংশ্লিষ্ট জাতিগত সনদ।

আরও পড়ুন: কৃষি গুচ্ছে ভর্তির প্রাথমিক ধাপ সম্পন্নের সময় শেষ কাল

দলিত ও হরিজন: জেলা প্রশাসক/উপজেলা চেয়ারম্যান/কমিশনার/ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কর্তৃক প্রত্যয়পত্র। 

প্রতিবন্ধী কোটা: ক) সমাজসেবা অধিদপ্তর কর্তৃক প্রদত্ত প্রত্যয়নপত্র/উপযুক্ত প্রমাণপত্র।

পোষ্য (WARD) কোটা: ক) বিশ্ববিদ্যালয় প্রশাসন কর্তৃক প্রদত্ত প্রত্যয়নপত্র। 

প্রিন্ট করা সাবজেক্ট চয়েস ফরম, মাতা ও পিতার জাতীয় পরিচয়পত্র এবং কোটার স্বপক্ষে প্রমাণপত্রের মূল কপি এবং ফটোকপি এক সেট আনতে হবে। অবশ্যই পরীক্ষা শুরুর ১৫ মিনিট আগে উপস্থিত থাকতে হবে। বিস্তারিত দেখুন এখানে।