ঢাবিতে ভর্তি: দুই ইউনিটের বিষয় পছন্দক্রম পূরণ শুরু হবে একসঙ্গে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা  © ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে কলা, আইন ও সামাজিক বিজ্ঞান এবং বিজ্ঞান ইউনিটের বিষয় পছন্দক্রম একসঙ্গে শুরু হবে। চলতি সপ্তাহেই বিজ্ঞানের ফল ঘোষণার পর একসঙ্গে এ প্রক্রিয়া চলবে। বিশ্ববিদ্যালয়ের অনলাইন ভর্তি কমিটি সূত্রে এ তথ্য জানা গেছে।

বিশ্ববিদ্যালয়ের অনলাইন ভর্তি কমিটির আহবায়ক অধ্যাপক ড. মো. মোস্তাফিজুর রহমান রবিবার (২৩ মার্চ) দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, বিষয় পছন্দক্রম শুরুর তারিখ এখনও নির্ধারণ হয়নি। তবে বিজ্ঞান ইউনিটের ফল প্রকাশের পর দুটি ইউনিটই একসঙ্গে ওপেন করে দেওয়া হবে। বিষয় পছন্দক্রম চলতি সপ্তাহেই শুরু হবে বলে আশা তার। এ প্রক্রিয়া ঈদের ছুটির সময়ও চলবে।

আরো পড়ুন: সরকারি মেডিকেলে দ্বিতীয় মাইগ্রেশন কবে, যা জানা যাচ্ছে

কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তি পরীক্ষার ফলাফল গত ৬ মার্চ প্রকাশিত হয়েছে। এবার ফল প্রকাশে আনুষ্ঠানিকভাবে কোনো সংবাদ সম্মেলনে করা হয়নি। ওয়েবসাইটের মাধ্যমে জানতে পারেন শিক্ষার্থীরা। আর বিজ্ঞান ইউনিটের ফলাফল চলতি সপ্তাহে প্রকাশের তোড়জোড় চলছে বলে জানা গেছে।


সর্বশেষ সংবাদ