বুটেক্সের ভর্তি পরীক্ষায় উপস্থিতির হার ৮৬.৫ শতাংশ

ভর্তি পরীক্ষা দিতে আসা শিক্ষার্থী
ভর্তি পরীক্ষা দিতে আসা শিক্ষার্থী  © টিডিসি ফটো

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে (বুটেক্স) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (৭ মার্চ) সকাল সাড়ে ৯টায় শুরু হয়ে এ পরীক্ষা শেষ হয় দুপুর সাড়ে ১১টায়। এবার বুটেক্স ও বিএএফ শাহীন কলেজসহ মোট দুইটি কেন্দ্রে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

বিশ্ববিদ্যালয় ভর্তি কমিটি সূত্র জানিয়েছে, এ পরীক্ষায় উপস্থিতির হার ছিল প্রায় ৮৬.৫ শতাংশ। 

এর আগে ভর্তি পরীক্ষায় লিখিত পরীক্ষার জন্য ১২ হাজার ৮০০ জন যোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়। এদের মধ্যে নির্ধারিত সময়সীমার মধ্যে প্রবেশপত্র সংগ্রহ করেন ৯ হাজার ২৭৩ জন পরীক্ষার্থী।

ভর্তিচ্ছুরা লিখিত ২০০ নম্বরের পরীক্ষায় অংশ নিয়েছেন। পরীক্ষায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল প্রদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জুলহাস উদ্দিন। 

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে ১১টি বিষয়ে এবার ৬৪০ আসনে শিক্ষার্থী ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। বিভাগগুলো হলো- ইয়ার্ন ইঞ্জিনিয়ারিং (৮০), ফেব্রিক ইঞ্জিনিয়ারিং (৮০), ওয়েট প্রসেস ইঞ্জিনিয়ারিং (৮০), অ্যাপারেল ইঞ্জিনিয়ারিং (৮০), টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট (৮০)।

টেক্সটাইল ফ্যাশন অ্যান্ড ডিজাইন (৪০), ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং (৪০), টেক্সটাইল মেশিনারি ডিজাইন অ্যান্ড মেইনটেনেন্স (৪০), ডাইস অ্যান্ড কেমিক্যালস ইঞ্জিনিয়ারিং (৪০),এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (৪০) এবং টেক্সটাইল ম্যাটেরিয়ালস ইঞ্জিনিয়ারিং (৪০)।


সর্বশেষ সংবাদ