যানজটে নাকাল পুরান ঢাকা, ভোগান্তিতে জবি ও ঢাবির ভর্তি পরীক্ষার্থীরা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) কলা ও আইন অনুষদের (বি ইউনিট) এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিজ্ঞান অনুষদের (এ ইউনিট) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা একই দিনে অনুষ্ঠিত হওয়ায় পুরান ঢাকায় ভয়াবহ যানজটের সৃষ্টি হয়েছে। এ কারণে অনেক শিক্ষার্থীর পরীক্ষার কেন্দ্রে প্রবেশ করতে দেরি হয়েছে। কেউ কেউ আবার সময়মতো পৌঁছাতে না পেরে পরীক্ষা দিতে পারেননি।
আজ শনিবার (১৫ ফেব্রুয়ারি) ঢাবির ‘এ’ ইউনিট এবং জবির ‘বি’ ইউনিটের সকালের শিফটের পরীক্ষা অনুষ্ঠিত হয়।
রাজধানীর মোহাম্মদপুর থেকে আসা পরীক্ষার্থী ফজলে রাব্বি বলেন, ‘যানজটে আটকে থাকায় আমার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় আসতে ১৮ মিনিট দেরি হয়। বহুনির্বাচনি পরীক্ষার মাত্র দুই মিনিট বাকি থাকায় আমাকে আর পরীক্ষায় বসতে দেওয়া হয়নি। কারণ, বহুনির্বাচনি অংশে উত্তীর্ণ না হলে লিখিত পরীক্ষা দিয়ে কোনো লাভ নেই। তাই পরীক্ষায় অংশ নিতে পারিনি।’
সরেজমিনে দেখা গেছে, গুলিস্তান থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় পর্যন্ত সড়কে ভয়াবহ যানজট তৈরি হয়েছে। সদরঘাটগামী যানবাহনগুলো তাঁতীবাজার ও রায় সাহেব বাজার মোড় থেকে ঘুরিয়ে দেওয়া হলেও যানজট কমেনি। হাজার হাজার শিক্ষার্থী কয়েক কিলোমিটার পথ হেঁটে পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে বাধ্য হন।
আরও পড়ুন: ৫০ বছর বয়সে জবির ভর্তি পরীক্ষায় অংশ নিয়ে যা বললেন তপু
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হক বলেন, ‘আমরা লালবাগ ট্রাফিক জোনের ডিসি, এসিডিসহ পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছি। তারপরও কিছুটা যানজটের সৃষ্টি হয়েছে। তাই পরীক্ষার্থীদের প্রতি অনুরোধ, তারা যেন পর্যাপ্ত সময় হাতে নিয়ে বাসা থেকে বের হয়।’
পুরান ঢাকার ট্রাফিক ব্যবস্থাপনার দায়িত্বে থাকা ইন্সপেক্টর সাঈদুর রহমান বলেন, ‘আমরা সাতজন ইন্সপেক্টরসহ ৫২ জন পুলিশ সদস্য সকাল ৭টা থেকে দায়িত্ব পালন করছি। যানজট নিয়ন্ত্রণে সর্বোচ্চ চেষ্টা চালানো হচ্ছে এবং পরীক্ষার্থীদের সর্বোচ্চ সহযোগিতা করা হচ্ছে।’
জানা গেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের তিনটি কেন্দ্র সরকারি সোহরাওয়ার্দী কলেজ, সরকারি কবি নজরুল কলেজ ও মহানগর মহিলা কলেজে হাজারো শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিতে আসায় যানজট আরও তীব্র হয়।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সকাল সাড়ে ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত অনুষ্ঠিত হয়। এ ছাড়া বেলা ১টা থেকে ২টা ও বিকেল ৪টা থেকে ৫টা পর্যন্ত তিনটি শিফটে অনুষ্ঠিত হবে।
আরও পড়ুন: উপাচার্যের বাসভবনের গেট ভেঙে ঢুকলেন শিক্ষার্থীরা, সিন্ডিকেট সভা বাতিল
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, এই ইউনিটে মোট ৪২ হাজার ৯৭৪ জন পরীক্ষার্থী অংশ নিয়েছে, যেখানে আসনসংখ্যা ৭৮৫টি। অর্থাৎ প্রতি আসনের জন্য লড়ছে ৫৫ জন পরীক্ষার্থী।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. শেখ গিয়াসউদ্দিন বলেন, ‘অনেক শিক্ষার্থীর জিপিএ একই হওয়ায় বেশি সংখ্যক পরীক্ষার্থীকে পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়া হয়েছে। ফলে পরীক্ষার্থীর সংখ্যা বেড়েছে।’
ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য যানজট যেন বাধা না হয়ে দাঁড়ায়, সে বিষয়ে আগাম ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন শিক্ষার্থী ও অভিভাবকরা।