শেষ হলো জবির ‘ডি’ ইউনিটের প্রথম শিফটের ভর্তি পরীক্ষা

  © সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ‘ডি’ ইউনিট সামাজিক বিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষা শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হয়েছে। প্রথম শিফটের পরীক্ষা সকাল সাড়ে নয়টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত চলে। দ্বিতীয় শিফটের পরীক্ষা শুরু হবে বেলা সাড়ে ৩টায়। 

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নিজস্ব কেন্দ্রে এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ‘ডি’ ইউনিটে মোট আবেদন করেছেন ২৪ হাজার ৯৫৬ জন ভর্তিচ্ছু, বিপরীতে আসন সংখ্যা ৫৯০টি। অর্থাৎ, প্রতি আসনের জন্য লড়বেন ৪৩ জন ভর্তিচ্ছু। পরীক্ষায় বহুনির্বাচনি প্রশ্নের জন্য থাকছে ২৪ নম্বর এবং লিখিত পরীক্ষার জন্য ৪৮ নম্বর। এ ছাড়া এসএসসি ও এইচএসসি জিপিএর ভিত্তিতে যথাক্রমে ১২ ও ১৬ নম্বর গণনা করা হবে।

আরো পড়ুন: দৃষ্টি প্রতিবন্ধী সাদিকের অদম্য ইচ্ছাশক্তি

জানা যায়, পরীক্ষার্থীদের সুবিধার্থে বিশ্ববিদ্যালয় প্রশাসন ক্যাম্পাসের ভেতরে ও বাইরে সুপেয় পানির ব্যবস্থা রাখা হয়।  এছাড়া অভিভাবকদের জন্য বাহাদুর শাহ পার্কে ৫০০ চেয়ারের ব্যবস্থা করা হয়। 


সর্বশেষ সংবাদ