জবির চূড়ান্ত আবেদনের ফি আজও সশরীরে দেওয়া যাবে
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০২ জানুয়ারি ২০২৫, ১১:০৬ AM , আপডেট: ০২ জানুয়ারি ২০২৫, ০৯:৪১ PM
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার জন্য চূড়ান্ত আবেদনের ফি আজ বৃহস্পতিবারও (২ জানুয়ারি) দেওয়া যাবে। যারা এখনও ফি দিতে পারেননি, তাদের জন্য এ সুযোগ দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে গত ১৭ ডিসেম্বর আবেদন প্রক্রিয়া শুরু হয়। চূড়ান্ত আবেদনের সময় শেষ হয়েছে গত সোমবার (৩০ ডিসেম্বর)। এবার ভর্তি পরীক্ষার পরে সাবজেক্ট চয়েস বা বিষয় পছন্দক্রম দিতে হবে।
ওয়েবসাইটে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ১ম বর্ষ ভর্তি পরীক্ষার জন্য প্রাথমিকভাবে নির্বাচিত পরীক্ষার্থীদের মধ্যে যারা নির্ধারিত সময়ের (৩০ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট) মধ্যে চূড়ান্ত আবেদনের আবেদন ফি জমা দিতে পারেননি, তারা ২ জানুয়ারি (বৃহস্পতিবার) তারিখের মধ্যে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর স্বশরীরে আবেদনের প্রেক্ষিতে চূড়ান্ত আবেদনের ফি জমা দিতে পারবেন।
আরেক বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘Subject Choice ভর্তি পরীক্ষার পরে নেওয়া হবে। এখন শুধু ছবি এবং স্বাক্ষর আপলোড দিয়ে পেমেন্ট সম্পন্ন করতে হবে।’ এর আগে গত ১৫ ডিসেম্বর প্রাথমিক আবেদন প্রক্রিয়া শেষ হয়েছে। এর মধ্য থেকে প্রতিটি ইউনিট থেকে যোগ্য ৪০ হাজার প্রার্থী চূড়ান্ত আবেদনের সুযোগ পাচ্ছেন। ভর্তির জন্য সব ইউনিট মিলে এক লাখ ৭৮ হাজারের বেশি প্রাথমিক আবেদন জমা পড়ে।
আরো পড়ুন: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদন শুরু আজ
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ৩১ জানুয়ারি ‘ই’ইউনিট চারুকলা অনুষদের পরীক্ষার মাধ্যমে এবারের ভর্তি পরীক্ষা শুরু হবে। এছাড়া ১৪ ফেব্রুয়ারি ‘ডি’ ইউনিট সামাজিক বিজ্ঞান অনুষদ, ১৫ ফেব্রুয়ারি ‘বি’ ইউনিট কলা অনুষদ, ২২ ফেব্রুয়ারি ‘এ’ ইউনিট বিজ্ঞান অনুষদ ও ২৮ ফেব্রুয়ারি ‘সি’ ইউনিট বিজনেস স্টাডিজ অনুষদের পরীক্ষার মাধ্যমে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের পরীক্ষা শেষ হবে। ভর্তি সংক্রান্ত তথ্য বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইটে (https://admission.jnu.ac.bd) পাওয়া যাবে।