০১ ডিসেম্বর ২০২৪, ১৮:৩২

জাবির ভর্তি পরীক্ষায় শিফট পদ্ধতি বহাল থাকছে, এক ইউনিটের যোগ্যতা শিথিল

জাবি ক্যাম্পাস  © ফাইল ফটো

আজ রবিবার (১ ডিসেম্বর) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে অনুষ্ঠিত এ সভায় সদস্যরা বিভিন্ন ধরনের প্রস্তাবনা পেশ করেছেন। তবে ভর্তি পরীক্ষার দিনক্ষণ নিয়ে কোনো প্রস্তাবনা দেওয়া হয়নি।

সভাসূত্রে জানা গেছে, এবারও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় পূর্বের বছরের ন্যায় ইউনিটভিত্তিক অনুষ্ঠিত হবে, পাশাপাশি শিফট পদ্ধতিও বহাল থাকছে। তাছাড়া একটি ইউনিটের যোগ্যতাও শিথিল করা হয়েছে বলে জানা গেছে। চলতি ডিসেম্বর মাসে কেন্দ্রীয় ভর্তি কমিটি সভা এসব সিদ্ধান্ত চূড়ান্ত হবে বলে ভর্তি পরীক্ষা কমিটির সভা সূত্রে জানা গেছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) সৈয়দ মোহাম্মদ আলী রেজা বলেন, আজকে ভর্তি কমিটির সভায় সদস্যরা বিভিন্ন ধরনের প্রস্তাবনা পেশ করেছেন। এর মধ্যে পূর্বের বছরের ন্যায় ইউনিটভিত্তিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর আগে সমাজবিজ্ঞান অনুষদে (বি ইউনিট) ভর্তির জন্য উচ্চ মাধ্যমিক ও সমমান পরীক্ষায় (এইচএসসি) ইংরেজি ও বাংলা বিষয়ে গ্রেট এ (grade A) দরকার হতো, তবে এবার  অর্থনীতি, নগর ও অঞ্চল পরিকল্পনা এবং আইন ও বিচার বিভাগ বাদে অন্যান্য বিভাগে ভর্তির জন্য উচ্চ মাধ্যমিক ও সমমান পরীক্ষায় ইংরেজি ও বাংলায় যোগ্যতা শিথিল করে গ্রেট এ-( grade A-) করা হয়েছে। 

ভর্তি পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে, এ বিষয়ে তিনি বলেন, ভর্তি পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে এ বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। এরপর কেন্দ্রীয় ভর্তি কমিটির সভা অনুষ্ঠিত হবে। সে সভায় ভর্তি পরীক্ষার সার্বিক বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হবে। 

কেন্দ্রীয় ভর্তি কমিটির সভা কবে অনুষ্ঠিত হবে জানতে চাইলে তিনি বলেন,  এখনো কেন্দ্রীয় ভর্তি কমিটি সভার তারিখ নির্ধারিত হয়নি তবে ডিসেম্বরের মধ্যে অনুষ্ঠিত হবে।