সাত কলেজের বাণিজ্য ইউনিটের বাংলা সমাধান
১। ‘লহ’ শব্দের অর্থ
উত্তর: নাও
২। ‘গঞ্জনা’ শব্দের যুক্তবর্ণটি কোন কোন বর্ণের মিলনে গঠিত হয়েছে?
উত্তর: ঞ+জ
৩। Embargo-এর বাংলা পারিভাষিক শব্দ কোনটি?
উত্তর: নিষেধাজ্ঞা
৪। অসমাপ্ত আত্মজীবনী লেখা কোন ঘটনার কারণে বন্ধ হয়ে যায়?
উত্তর: আগরতলা ষড়যন্ত্র মামলার কারণে
৫। মাতিলদার স্বপ্নে দেখা পার্শ্বকক্ষ কেমন ধরনের চিত্রে শোভিত।
উত্তর: প্রাচ্য
৬। চার্বাক কী?
উত্তর: বস্তুবাদী দার্শনিক
৭। ‘বিশ্বাসের পাথরে যেন খোদাই সেই চোখ। কার চোখ?
উত্তর: গ্রামবাসীর
৮। গাড়ি লোহার মৃদঙ্গে তাল দিতে দিতে চলিল: আমি মনের মধ্যে গান শুনিতে শুনিতে চলিলাম। ‘অপরিচিতা’ গল্পের এ বাক্যে মৃদঙ্গ বলতে কী বোঝানো হয়েছে?
উত্তর: বাদ্যযন্ত্র
৯। ‘রাশিয়ায় ছিল জেনারেল উইনটার, আমাদের জেনারেল মনসুন।’ জেনারেল মনসুন বলতে কী বোঝানো হয়েছে?
উত্তর: বাংলার বর্ষাকে
১০। ‘ফেব্রুয়ারি ১৯৬৯’ কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত
উত্তর: নিজ বাসভূমে
১১। কাজী নজরুল ইসলামের রুদ্র-মঙ্গল কোন ধরনের গ্রন্থ?
উত্তর: প্রবন্ধগ্রন্থ
১২। শকুনেরা উড়ে এসে বসছে পাতাশূন্য শুকনো গাছটায়।'- বাক্যটি কোন কালের উদাহরণ?
উত্তর: পুরাঘটিত বর্তমান
১৩। 'তুবড়ি ছোটা' বাগধারাটির অর্থ কী?
উত্তর: অনর্গল কথা বলা
আরও পড়ুন : ভারতে ২১ বিশ্ববিদ্যালয়কে ‘ভুয়া’ ঘোষণা করল ইউজিসি
১৪। নিচের কোনটি নিত্য নারীবাচক শব্দের উদাহরণ?
উত্তর: সপত্নী
১৫। ‘রক্তকমল’ কোন সমাসের দৃষ্টান্ত?
উত্তর: কর্মধারয়
১৬। ‘আমার কর্ণধার আমি।‘ এ বাক্যের ‘কর্ণধার’ শব্দের অর্থ
উত্তর: কাণ্ডারি
১৭। ‘মোদাচ্ছের’ শব্দের অর্থ কী?
উত্তর: অনামা
১৮। নিচের কোনটি 'নদী' শব্দের সমার্থক নয়?
উত্তর: মৃণালিনী
১৯। ভুল বানান কোনটি?
উত্তর: রুগ্ন
২০। ‘গাছপাথর’ বাগধারাটির অর্থ
উত্তর: হিসাব নিকাশ