আবেদন করেও চবির ভর্তি পরীক্ষা দিলেন না তারা
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষ ভর্তি পরীক্ষা শেষ হয়েছে। দুই উপ-ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে বুধবার (২৪ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শেষ হলো। এ দিন বি-১ ও ডি-১ উপ-ইউনিটে তিন হাজার ৩৯০ জন পরীক্ষার্থীর মধ্যে এক হাজার ১৩২ জন আবেদন করেও পরীক্ষা দেননি।
পরীক্ষায় অনুপস্থিত ছিলেন ৩৩ দশমিক ৩৯ শতাংশ। উপস্থিত ছিলেন দুই হাজার ২৫৮ জন বা ৬৬ দশমিক ৬১ শতাংশ। বিষয়টি নিশ্চিত করেন বি-ইউনিটের কো-অর্ডিনেটর অধ্যাপক ড. মোহাম্মদ মাহবুবুল হক ও ডি-ইউনিটের জয়েন্ট কো-অর্ডিনেটর অধ্যাপক সিরাজ উদ দৌল্লাহ।
আরো পড়ুন: দিনভর আটকে রেখে রাতে ছাত্রকে পুলিশে দিলেন চবির প্রক্টর
বি-১ উপ-ইউনিটের ভর্তি পরীক্ষা বেলা ১১টায় শুরু হয়ে শেষ হয় বেলা ১২টায়। ডি-১ উপ-ইউনিটের পরীক্ষা বিকেল ৩টায় শুরু হওয়ার পর বিকেল ৪টায় শেষ হয়। চার ইউনিট ও দুই উপ-ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে চবির ২০২১-২২ সেশনের ভর্তি পরীক্ষা শেষ হলো।
জানা গেছে, বি-১ উপ-ইউনিটে ১২৫ আসনের বিপরীতে এক হাজার ৫৭৯ জন পরীক্ষার্থীর মধ্যে অংশ নিয়েছেন এক হাজার ২৫ জন বা ৬৪ দশমিক ৭৯ শতাংশ। ৫৫৪ জন বা ৩৫ দশমিক ২১ শতাংশ উপস্থিত হননি। ডি-১ উপ-ইউনিটে ৩০ আসনের বিপরীতে এক হাজার ৮১১ জনের মধ্যে অংশ নেন এক হাজার ২৩৩ জন বা ৬৮ দশমিক ৮ শতাংশ। অনুপস্থিত ছিলেন ৫৭৮ জন বা ৩১ দশমিক ৯২ শতাংশ।