সাত কলেজের কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের বাংলা অংশের সমাধান
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৯ আগস্ট ২০২২, ০১:০৩ PM , আপডেট: ১৯ আগস্ট ২০২২, ০১:০৯ PM
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত সাতটি সরকারি কলেজের কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের সংশ্লিষ্ট বিভাগগুলোতে ভর্তির পরীক্ষা শেষ হয়েছে৷ শুক্রবার (১৯ আগস্ট) সকাল ১১টায় রাজধানীর ১২টি কেন্দ্রে একযোগে এ পরীক্ষা শুরু হয়। যা চলে দুপুর ১২টা পর্যন্ত।
দেখে নিন সাত কলেজের কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষার বাংলা অংশের সমাধান
১। ‘ব্রিটিশ সিংহ ভয়ে লেজ গুটিয়ে নিলেন, এ বড় লজ্জার কথা’। উক্তিটি --
উত্তর: উমিচাঁদের
২। তাই তারা ছোটে,' 'ছোটে' কেন? -
উত্তর: জীবিকার জন্য
৩। সংলাপনির্ভর রচনা কোনটি?
উত্তর: তাহারেই পড়ে মনে
৪। ‘ফেব্রুয়ারি ১৯৬৯’ কবিতায় প্রতিফলিত হয়েছে -
উত্তর: দেশাত্মবোধ
৫। ‘বিস্মিত’ শব্দের প্রমিত উচ্চারণ
উত্তর: বিশশিঁতো
৬। কোনটি অপপ্রয়োগের দৃষ্টান্ত নয়
উত্তর: কেবলমাত্র
৭। জীবনের জন্য বৃক্ষের দিকে তাকাও। কী ধরনের বাক্য?
৮। ‘বিভীষণের প্রতি মেঘনাদ’ কবিতাংশে ‘বাসবত্রাস’ বলা হয়েছে
উত্তর: মেঘনাদকে
৯। ‘Waste not, want not.’ বাক্যের বঙ্গানুবাদ
উত্তর: অপচয় করো না, অভাবও হবে না।
১০। Genocide -এর বাংলা পরিভাষা
উত্তর: গণহত্যা
১১। ‘সূর্য’ শব্দের সমার্থক হলো
উত্তর: অর্ক
১২। ইন্দ্রিয়কে জয় করেছে যে
উত্তর: জিতেন্দ্রিয়
১৩। ‘অপরিচিতা’ গল্পে কল্যাণীকে আশীর্বাদ করতে গিয়েছিলেন
উত্তর: বিনুদাদা
১৪। ‘রেইনকোট’ গল্পে "মিসক্রিয়েন্ট' বলতে বোঝানো হয়েছে –
উত্তর: মুক্তিযোদ্ধাদের
১৫। ‘অলখ’ শব্দের অর্থ হলো
উত্তর: অলক্ষ
আরও পড়ুন : ভর্তিচ্ছুদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৮ দফা নির্দেশনা
১৬। ‘ধান দিয়া কী হইব মানুষের জান যদি না থাকে?’ উক্তিটি যার
উত্তর: রহিমা
১৭। শুদ্ধ বানান কোনটি?
উত্তর: ইতিমধ্যে, ইতঃপূর্বে, উপরোক্ত
১৮। ‘হাসপাতাল’ শব্দটি যে ভাষা থেকে এসেছে?
উত্তর: ইংরেজি
১৯। নিচের যে শব্দটি উপসর্গযোগে গঠিত
নয় B অনিন্দ্য C আবেগ অবোলা ইদানীং
২০। ‘মোদাচ্ছের’ কথাটির অর্থ
উত্তর: নাম না-জানা
২১। অনশনরত অবস্থায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং মহিউদ্দিন আহমদ ইচ্ছে করেই কাগজি লেবুর রস দিয়ে লবণ পানি খেতেন; কারণ এতে
উত্তর: ফুডভ্যালু নেই
২২। শব্দের আদিতে অবস্থিত ব্যঞ্জনবর্ণে যুক্ত ‘ব’-ফলা
উত্তর: উচ্চারিত হয় না
২৩। সবচেয়ে বড় দাসত্ব কোনটি?
উত্তর: পরাবলম্বন
২৪। 'ব্যাঙের সর্দি' বাগধারাটির অর্থ
উত্তর: অসম্ভব বিষয়
২৫। ‘নিমরাজি’ শব্দে ‘নিম’ যে অর্থে ব্যবহৃত হয়েছে
উত্তর: আংশিক