১৭ আগস্ট ২০২২, ১০:১৯

জাবির ‘বি’ ইউনিটের ভর্তির সাক্ষাৎকারের সময়সূচি ঘোষণা

৭ বোর্ডে জাবির ‘বি’ ইউনিটে ভর্তির সাক্ষাৎকার
জাবি   © টিডিসি ফটো

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথমবর্ষ ভর্তির ‘বি’ ইউনিটের সাক্ষাৎকারের সময়সূচি ঘোষণা করা হয়েছে। আগামী ২২ আগস্ট (সোমবার) থেকে এ সাক্ষাৎকার শুরু হবে।

বুধবার (১৭ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন ও ‘ই’ ইউনিট ভর্তি পরিচালনা কমিটি ২০২১-২২ এর আহ্বায়ক অধ্যাপক ড. আকবার হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন। এর আগে, এদিন সকালে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘২০২১-২০২২ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক (সম্মান) বি ইউনিট ভর্তি পরীক্ষার লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ছাত্র ও ছাত্রীদের মেধাক্রম ০১ হতে ৫৭৯ পর্যন্ত পরীক্ষার্থীর মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। মৌখিক পরীক্ষার পূর্বে অনলাইনে দেয়া চয়েজ ফরম পূরণ করে সাবমিট করতে হবে এবং চয়েজ ফরমটি প্রিন্ট করে অবশ্যই মৌখিক পরীক্ষায় নিয়ে আসতে হবে।’

আরও পড়ুন : জাবির ‘ডি’ ইউনিটে ভর্তির সাক্ষাৎকার শুরু ২২ আগস্ট

এতে আরও বলা হয়েছে, ‘আগামী ২২ ও ২৩ আগস্ট বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদে সকাল ৯টা থেকে বিকাল ৩টা ৩০ মিনিট পর্যন্ত বিভিন্ন বোর্ডে তথা মোট সাতটি বোর্ডে এই সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে।’

জাবির ‘বি’ ইউনিটে সাক্ষাৎকারের সময়সূচি নিম্নরূপ: