রেলস্টেশনে ট্রেন আটকে দিল রাবি ভর্তিচ্ছুরা
ট্রেনে উঠতে না পেরে রেল স্টেশনে অবস্থান নিয়ে ট্রেন আটকে দিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ভর্তিচ্ছু শিক্ষার্থীরা। এতে দুই ঘণ্টা ধরে ঢাকাগামী ট্রেনটি রেলস্টেশনেই দাঁড়িয়ে আছে। বুধবার (২৭ জুলাই) রাজশাহী রেল স্টেশনে এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বুধবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা শেষে শিক্ষার্থীরা ঢাকার উদ্দেশে রওনা দিতে রাজশাহী রেল স্টেশনে যান। সেখানে শিক্ষার্থীরা ট্রেনে ওঠেন। প্রতিটি বগিই শিক্ষার্থীদের পূর্ণ হয়ে যায়। তবে প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থী ট্রেনে উঠতে না পারায় তারা অতিরিক্ত বগির দাবি জানায়।
আরও পড়ুন: বুলবুল হত্যায় ‘প্রেমিকা’ মার্জিয়ার সম্পৃক্ততা পায়নি পুলিশ
পরে শিক্ষার্থীরা ট্রেনের সামনে গিয়ে বিক্ষোভ শুরু করে ট্রেন আটকে দেয়। তারা অতিরিক্ত বগির দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। ঘটনাস্থলে রেলওয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত হয়ে শিক্ষার্থীদের শান্ত করার চেষ্টা করছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক রাবির ২০২০-২১ শিক্ষাবর্ষের এক শিক্ষার্থী জানান, বাসে টিকেট নেই। তাই ভর্তিচ্ছুরা ট্রেনে ঢাকায় ফিরছেন। তবে অতিরিক্ত বগি না থাকায় শিক্ষার্থীরা যেতে পারছেন না। কর্তৃপক্ষ অতিরিক্ত বগি দিলেই এই সমস্যার সমাধান হয়ে যায়। তবে তারা সেটি মানছেন না।
পশ্চিমাঞ্চল রেলওয়ের কর্মকর্তা অসীম কুমার জানান, পদ্মা এক্সপ্রেস ট্রেনের যাওয়ার কথা ছিল বিকাল ৪টায়। তবে শিক্ষার্থীদের আন্দোলনের কারণে এখনো ট্রেন ছাড়া সম্ভব হয়নি। তাদের দাবির প্রেক্ষিতে ট্রেনে একটি অতিরিক্ত বগি লাগানো হয়েছে। সবাই পদ্মা এক্সপ্রেস ট্রেনে যেতে চাচ্ছে। এত বিপুল সংখ্যক শিক্ষার্থীকে এই ট্রেনে কীভাবে পাঠাবো। তারা আমাদের কথাই শুনছে না।