রাবি ভর্তি পরীক্ষা: ‘সি’ ইউনিটের দ্বিতীয় শিফটের প্রশ্ন দেখুন এখানে

‘সি’ ইউনিটের ভর্তিচ্ছুরা
‘সি’ ইউনিটের ভর্তিচ্ছুরা  © টিডিসি ফটো

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ‘সি’ ইউনিটের ২য় শিফটের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। আজ সোমবার  সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত ক্যাম্পাসে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। 

এছাড়া বেলা ১টা থেকে ২টা পর্যন্ত তৃতীয় শিফট এবং বেলা সাড়ে তিনটা থেকে সাড়ে চারটা পর্যন্ত ‘সি’ ইউনিটের চতুর্থ শিফটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এসব শিফটে মোট ৭২ হাজার ৪১০ জন পরীক্ষার্থী অংশ নেবেন। এর আগে সকাল ৯-১০ টায় ১ম শিফটের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। 

এদিন সকাল সাড়ে ৯টায় পরীক্ষার বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেন উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার। তিনি বলেন, পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রশাসন সব ধরনের প্রস্তুতি নিয়েছে। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এবং জালিয়াতি রোধে ১৫ স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। তিনজন ম্যাজিস্ট্রেট ক্যাম্পাসে ভ্রাম্যমান আদালত পরিচালনা করছেন।

নিচে ‘সি’ ইউনিটের প্রথম শিফটের ভর্তি পরীক্ষার প্রশ্ন দেয়া হলো-


 


সর্বশেষ সংবাদ