রাবি ভর্তি পরীক্ষা: ‘সি’ ইউনিটের প্রথম শিফটের প্রশ্ন দেখুন এখানে

রাবি সি ইউনিটের পরীক্ষা
রাবি সি ইউনিটের পরীক্ষা   © টিডিসি ফটো

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ‘সি’ ইউনিটের প্রথম শিফটের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। আজ মঙ্গলবার সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত ক্যাম্পাসে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। এই শিফটে গ্রুপ-১ (বিজ্ঞান) থেকে অংশ নেয় ১৭ হাজার ৬৮৩ জন পরীক্ষার্থী আরও গ্রুপ-১ (অ-বিজ্ঞান) থেকে ১ হাজার ৬৭৫ জন পরীক্ষার্থী অংশ নেয়।

এছাড়া বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত দ্বিতীয় শিফট, বেলা ১টা থেকে ২টা পর্যন্ত তৃতীয় শিফট এবং বেলা সাড়ে তিনটা থেকে সাড়ে চারটা পর্যন্ত ‘সি’ ইউনিটের চতুর্থ শিফটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এসব শিফটে মোট ৭২ হাজার ৪১০ জন পরীক্ষার্থী অংশ নেবেন।

এদিন সকাল সাড়ে ৯টায় পরীক্ষার বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেন উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার। তিনি বলেন, পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রশাসন সব ধরনের প্রস্তুতি নিয়েছে। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এবং জালিয়াতি রোধে ১৫ স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। তিনজন ম্যাজিস্ট্রেট ক্যাম্পাসে ভ্রাম্যমান আদালত পরিচালনা করছেন।

নিচে ‘সি’ ইউনিটের প্রথম শিফটের ভর্তি পরীক্ষার প্রশ্ন দেয়া হলো-

e9d32ea2-90d8-42d4-b0cb-a2f114fee298

 

 


সর্বশেষ সংবাদ