এক নজরে জাবির সি ইউনিট
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক ভর্তি পরীক্ষার আবেদন গত ১৮ মে থেকে শুরু হয়েছে। ভর্তিচ্ছু শিক্ষার্থীরা আগামী ১৬ জুন পর্যন্ত আবেদন করতে পারবেন। এক নজরে জেনে নেওয়া যাক, জাবির ‘সি’ ইউনিটের খুঁটিনাটি বিষয়ে____
আবেদন: জাবির ‘সি’ ইউনিটে আবেদন প্রক্রিয়া ১৬ জুন রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত চলবে। বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদন ওয়েবসাইট (juniv-admission.org) থেকে এ আবেদন করতে পারবেন ভর্তিচ্ছুরা।
আবেদন যোগ্যতা: ২০১৮ সাল ও তার পরবর্তী বছরসমূহের মাধ্যমিক/সমমানের পরীক্ষা এবং ২০২০ ও ২০২১ সালের উচ্চমাধ্যমিক/সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা এবার জাবিতে প্রথমবর্ষ ভর্তিতে আবেদন করতে পারবে। মাধ্যমিক/সমমান ও উচ্চমাধ্যমিক/সমমান পরীক্ষার ৪র্থ বিষয়সহ মোট জিপিএ গণনা করা হবে। এছাড়া জি.সি.ই. ২০১৬ সাল থেকে তৎপরবর্তী সাল পর্যন্ত লেভেল পরীক্ষায় অন্তত ৫টি (পাঁচ) বিষয়ে এবং ২০২০ অথবা ২০২১ সালের A লেভেল পরীক্ষায় অন্তত ২টি বিষয়ে উত্তীর্ণ শিক্ষার্থীরা ভর্তির জন্য আবেদন করতে পারবে।
আবেদনকারীর লেভেল এবং A লেভেলের মোট ৭টি বিষয়ের মধ্যে ৪টি বিষয়ে কমপক্ষে B গ্রেড ও ৩টি বিষয়ে কমপক্ষে C গ্রেড থাকতে হবে। প্রয়োজনীয় যোগ্যতা সম্পন্ন শিক্ষার্থী যেকোনো ইউনিটে আবেদন করতে পারবে।
আরও পড়ুন : বিশ্ববিদ্যালয় ভর্তিতে বাংলা অংশে কি কি পড়া দরকার
কলা ও মানবিকী অনুষদ এবং বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউট (সি ইউনিট): মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক উভয় পরীক্ষায় মানবিক/বিজ্ঞান/ব্যবসা শিক্ষা/সমমান শাখায় নূন্যতম জিপিএ ৩.৫০ থাকতে হবে।
ডিপার্টমেন্ট এবং সাবজেক্ট পেতে হলে নূন্যতম শর্তসমূহ:
- বাংলা→ মোট জিপিএ ৮.০০ (বাংলায় A- গ্রেড ও ইংরেজিতে B গ্রেড)
- ইংরেজি→ মোট জিপিএ ৮.০০ (মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে পৃথকভাবে ইংরেজিতে A গ্রেড)
- ইতিহাস→ মোট জিপিএ ৮.০০ (ইংরেজিতে ও বাংলায় A- (মাইনাস) গ্রেড
- দর্শন→ মোট জিপিএ ৮.০০ (বাংলা ও ইংরেজিতে A- গ্রেড)
- প্রত্নতত্ত্ব→ মোট জিপিএ ৮.০০ (বাংলা ও ইংরেজিতে A- গ্রেড)
- আন্তর্জাতিক সম্পর্ক→মোট জিপিএ ৮.০০ (ইংরেজিতে A+ (মাইনাস) গ্রেড
- জার্নালিজম এন্ড মিডিয়া স্টাডিজ→মোট জিপিএ ৮.০০ (মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে বাংলা ও ইংরেজিতে A- (মাইনাস) গ্রেড
- নাটক ও নাট্যতত্ত্ব→ মোট জিপিএ ৭.০০ (বাংলাসহ যেকোন একটি বিষয়ে নুন্যতম A- (মাইনাস) গ্রেড থাকতে হবে
- চারুকলা - মোট জিপিএ ৭.০০ (বাংলা ও ইংরেজিতে A- গ্রেড)
আবেদন ফি: জাবির ‘সি’ ইউনিটে আবেদন ফি ৯০০ টাকা নির্ধারণ করা হয়েছে।
কলা ও মানবিকী অনুষদ এবং বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউট (সি ইউনিট): এই অনুষদে মোট আসন সংখ্যা ৪৬৭টি। এর মধ্যে ছেলেদের জন্য ২৩৪টি এবং মেয়েদের জন্য ২৩৩ টি আসন বরাদ্দ রয়েছে।
ভর্তি পরীক্ষায় জিপিএ: এসএসসি ও এইচএসসি প্রাপ্ত জিপিএ’র জন্য ২০ নম্বর বরাদ্দ রাখা হয়েছে। এসএসসিতে প্রাপ্ত জিপিএর ক্ষেত্রে ৭ দশমিক ৫ এবং এইচএসসি’র ক্ষেত্রে ১২ দশমিক ৫ নম্বর বরাদ্দ রাখা হয়েছে।
আরও পড়ুন : যেভাবে গুচ্ছে বিজ্ঞানে সহজে চান্স পাবে
ভর্তি পরীক্ষার নম্বর বণ্টন: জাবির কলা ও মানবিকী অনুষদ এবং বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইন্সটিটিউটে বাংলা ১৫, ইংরেজি ১৫ এবং সাধারণ জ্ঞান ও বিভাগ সংশ্লিষ্ট অন্যান্য বিষয় ৫০ নম্বর।
কলা ও মানবিকী অনুষদ এবং বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউট (সি ইউনিট): এই অনুষদে মোট আসন সংখ্যা ৪৬৭টি। এর মধ্যে ছেলেদের জন্য ২৩৪টি এবং মেয়েদের জন্য ২৩৩ টি আসন বরাদ্দ রয়েছে।
বিষয়/বিভাগ |
ছাত্র |
ছাত্রী |
মোট আসন |
আন্তর্জাতিক সম্পর্ক |
৩৫ |
৩৫ |
৭০ |
জার্নালিজম এন্ড মিডিয়া স্টাডিজ |
১৮ |
১৮ |
৩৬ |
বাংলা |
৩০ |
৩০ |
৬০ |
ইংরেজি |
৩৫ |
৩৫ |
৭০ |
ইতিহাস |
৩০ |
৩০ |
৬০ |
দর্শন |
২৫ |
২৫ |
৫০ |
প্রত্নতত্ত্ব |
১৫ |
১৫ |
৩০ |
নাটক ও নাট্যতত্ত্ব |
১৩ |
১৩ |
২৬ |
চারুকলা |
১৮ |
১৭ |
৩৫ |
বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউট |
১৫ |
১৫ |
৩০ |
ভর্তি পরীক্ষার নম্বর বণ্টন: জাবির কলা ও মানবিকী অনুষদ এবং বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইন্সটিটিউটে বাংলা ১৫, ইংরেজি ১৫ এবং সাধারণ জ্ঞান ও বিভাগ সংশ্লিষ্ট অন্যান্য বিষয় ৫০ নম্বর।
ভর্তি পরীক্ষার সিলেবাস: এবারের ভর্তি পরীক্ষা এইচএসসি’র পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুযায়ী হবে। এইচএসসি ২০২১ পরীক্ষার্থীদের জন্য পুনর্বিন্যাসকৃত সিলেবাসের আলোকে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বাংলা ১ম পত্র:
গদ্য: অপরিচিতা, আমার পথ, বায়ন্নর দিনগুলো, রেইনকোট, নেকলেস
পদ্য: ঐকতান, সাম্যবাদী, তাহারই পড়ে মনে, সেই অস্ত্র, ফেব্রুয়ারি ১৯৬৯
বাংলা সহপাঠ্য: লালসালু উপন্যাস, সিরাজদৌল্লা নাটক
বাংলা ২য় পত্র: বানান শুদ্ধি, প্রয়োগ-অপপ্রয়োগ, বাক্য, সমাস, উপসর্গ, পারিভাষিক শব্দ, অনুবাদ, উচ্চারণ, পদ, শব্দ
ইংরেজি ১ম পত্র: 1,2,3,4,5,6,7,12 Unit
ইংরেজি ২য় পত্র: Modifier, Punctuation, Vocabulary, Phrase, Clause, Preposition, Right from of verb, Adverb, Tense, Narration, Noun
সাধারণ জ্ঞান ও বিভাগ সংশ্লিষ্ট অন্যান্য বিষয়: কোন সিলেবাস নেই।
প্রয়োজনীয় নির্দেশনা: ওএমআর শিট (উত্তরপত্র)-এর নীচে নির্ধারিত স্থানে নির্দেশনা মোতাবেক একটি বাংলা এবং একটি ইংরেজি বাক্য লিখতে হবে। ইংরেজি ভার্সন এবং A লেভেল/O লেভেলের আবেদনকারীদের প্রশ্নপত্র ইংরেজিতে হবে এবং তাদের পরীক্ষা ইউনিট কর্তৃক নির্ধারিত সময় ও স্থানে অনুষ্ঠিত হবে।
আরও পড়ুন : গুচ্ছে বিজ্ঞান ইউনিটে কোন বিশ্ববিদ্যালয়ে কত আসন?
প্রতিবন্ধী শিক্ষার্থীদের পরীক্ষা দেয়ার জন্য বিশেষ সাহায্য প্রয়োজন হলে সংশ্লিষ্ট ইউনিট প্রধান বরাবর সাদা কাগজে আবেদন করে সম্মতি নিতে হবে। ভর্তি পরীক্ষার উত্তরপত্রে (OMR শিট) ভর্তি পরীক্ষার রোল নম্বর ও অন্যান্য ঘরে ইংরেজি সংখ্যায় লিখতে হবে এবং সে অনুযায়ী বৃত্ত ভরাট করতে হবে।
ভর্তির জন্য নির্বাচন পদ্ধতি: লিখিত পরীক্ষায় প্রাপ্ত নম্বরের সঙ্গে নিম্নের (২)-এ বর্ণিত প্রাপ্ত নম্বর যোগ করে মোট সর্বোচ্চ নম্বরের ভিত্তিতে সংশ্লিষ্ট ইউনিট/বিভাগের আসন সংখ্যার সর্বাধিক ১০ (দশ) গুণ শিক্ষার্থীর পৃথক তালিকা মেধা অনুযায়ী প্রণয়ন করা হবে। সি ইউনিটের অন্তর্ভুক্ত নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ এবং চারুকলা বিভাগের চূড়ান্ত মেধাক্রম ব্যবহারিক পরীক্ষার পরে প্রকাশ করা হবে। ব্যবহারিক পরীক্ষায় ন্যূনতম ৪০ শতাংশ নম্বর পেতে হবে।
গ্রেডিং পদ্ধতিতে উত্তীর্ণ শিক্ষার্থীর মাধ্যমিক/সমমানের পরীক্ষায় (চতুর্থ বিষয়সহ) প্রাপ্ত জিপিএ-কে ১.৫ দ্বারা এবং উচ্চমাধ্যমিক/সমমানের পরীক্ষায় (চতুর্থ বিষয়সহ) প্রাপ্ত জিপিএ-কে ২.৫ দ্বারা গুণ করে ফলাফল তৈরি করা হবে। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার সঙ্গে সামঞ্জস্য রক্ষার্থে ০ লেভেল এবং A লেভেল-এর শিক্ষার্থীদের ক্ষেত্রে এ গ্রেডের জন্য ৫, ৪ গ্রেডের জন্য বি, সি গ্রেডের জন্য ৩.৫ এবং D গ্রেডের জন্য ৩ পয়েন্ট গণ্য করা হবে। উল্লিখিত গ্রেডিং/পয়েন্ট ব্যতীত অন্য কোনো গ্রেড/পয়েন্ট থাকলে তা সিএসই’র গ্রেডিং সমতা নির্ধারণী কমিটি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।
ভর্তি পরীক্ষা: আগামী ৩১ জুলাই হতে ১১ আগস্টের মধ্যে প্রথমবর্ষের ভর্তি পরীক্ষা সম্পন্ন করা হবে। ভর্তি পরীক্ষার চূড়ান্ত তারিখ ও সময়সূচি পরবর্তীতে দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। এছাড়া পরীক্ষার পূর্বে বিস্তারিত তথ্য ও সিটপ্ল্যান juniv-admission.org ওয়েবসাইটে পাওয়া যাবে।