ঢাবির ‘ঘ’ ইউনিটের প্রশ্ন নিয়ে যেমন ছিল ভর্তিচ্ছুদের প্রতিক্রিয়া

শেষ হলো ঢাবি ঘ ইউনিটের ভর্তি পরীক্ষা
শেষ হলো ঢাবি ঘ ইউনিটের ভর্তি পরীক্ষা  © ফাইল ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের সামাজিক বিজ্ঞান অনুষদ ভুক্ত 'ঘ' ইউনিটের স্নাতক (সম্মান) প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র তুলনামূলক কঠিন হয়েছে বলে পরীক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে। প্রশ্নপত্র কঠিন হওয়ায় অনেকেই হতাশা প্রকাশ করেছেন অনেকেই।

আজ শনিবার (১১ জুন) বেলা ১১টায় ঢাকাসহ দেশের আটটি বিভাগীয় শহরে একযোগে শুরু হয়ে সাড়ে ১২ টায় এই পরীক্ষা শেষ হয়। পরীক্ষা বেশ কয়েকজন শিক্ষার্থীর সাথে কথা বললে তারা জানান পরীক্ষার প্রশ্ন অনেকটা কঠিন হয়েছে। এর মধ্যে লিখিত অংশটা মোটামুটি কঠিন ছিল। অনেক শিক্ষার্থী লিখিত অংশে অনেক খারাপ পরীক্ষা দিয়েছেন বলে জানান।

লিখিত অংশ বেশি একটা ভালো হয়নি বলে জানান হাতিয়া মহিলা কলেজের শিক্ষার্থী রিয়া। তিনি বলেন, ইংরেজিটা একটু খারাপ হইছে। লিখিত টেনেটুনে পাশ করতে পারি। তবে অভার অল (সব মিলিয়ে) প্রশ্ন ভালো হয়েছে।

তবে বাংলা অংশ মোটামুটি কঠিন ছিল বলে মনে করেন নটরডেম কলেজ শিক্ষার্থী সাইফুল আহসান। তিনি বলেন, বাংলা প্রশ্ন দেখে আমার মাথা ঘুরায়া গেছে। খুব কঠিন লাগছিল। তবে অন্য বিষয়গুলো ভালো হয়েছে। তবে লিখিত অংশটা অনেকটা কঠিন ছিল।

নোয়াখালী সরকারী কলেজের শিক্ষার্থী মাহি বলেন, সাধারণ জ্ঞান অনেক কঠিন হয়েছে। ওইটাতে পাশ করলে চান্স পাব বলে আশা করছি। সাম্প্রতিক সময়ের বিষয়গুলো না দিয়ে কী অদ্ভুত এক ধরনের প্রশ্ন আসছে। তাই বুঝে উঠতে পারিনি।

ঝিনাইদহ ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষার্থী সাকিব বলেন, আলহামদুলিল্লাহ, আশানুরূপ পরীক্ষা হয়েছে। প্রশ্নের মান ভালো ছিল। লিখিত পরীক্ষা তুলনামূলক খারাপ হলেও সবমিলিয়ে ভালো হয়েছে।


সর্বশেষ সংবাদ