আইইউটি ভর্তি পরীক্ষায় প্রথম হওয়া দু’জনই নটরডেমের

মুস্তাফা মুহাইমিন ও মাহথির শাহরিয়ার
মুস্তাফা মুহাইমিন ও মাহথির শাহরিয়ার  © সংগৃহীত

গাজীপুরে অবস্থিত আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) ২০২১–২২ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। শনিবার (২৮ মে) বিশ্ববিদ্যালয়ের ভর্তিসংক্রান্ত অফিসিয়াল ওয়েবসাইটে এই ফলাফল প্রকাশিত হয়।

এবারের বিএসসি ইঞ্জিনিয়ারিং এবং বিবিএ প্রোগ্রামের ভর্তি পরীক্ষায় প্রথম হয়েছেন, নটরডেম কলেজের প্রাক্তন শিক্ষার্থী মুস্তাফা মুহাইমিন। তার ভর্তি পরীক্ষার রোল নম্বর ৩৬২৮।

অন্যদিকে, ব্যাচেলর ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি টেকনোলজিতে (বিটিএইচটি) প্রথম হয়েছেন, মাহথির শাহরিয়ার নামে এক ভর্তিচ্ছু। তিনিও নটরডেম কলেজের প্রাক্তন শিক্ষার্থী। তার ভর্তি পরীক্ষার রোল নম্বর ৮০৬৪।

এর আগে গত শুক্রবার (২৭ মে) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়টির প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। দুই ইউনিটের মেধাতালিকায় মোট ৫ হাজার ৩২৬ জনের স্থান হয়েছে। এর মধ্যে বিএসসি ইঞ্জিনিয়ারিং ও বিবিএ প্রোগ্রামে ৫ হাজার ২৬৫ জন এবং ব্যাচেলর ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি টেকনোলজিতে (বিটিএইচটি) ৬১ জন এই তালিকায় স্থান পেয়েছেন।

বিএসসি ইঞ্জিনিয়ারিং ও বিবিএর ফল এই লিংকে এবং বিটিএইচটির ফল এই লিংকে দেখা যাবে।


সর্বশেষ সংবাদ