ডেন্টাল ভর্তি পরীক্ষার হলে যায়নি ১২ হাজার ৮২৫ জন

ভর্তি পরীক্ষার্থী
ভর্তি পরীক্ষার্থী  © ফাইল ছবি

দেশের সরকারি-বেসরকারি ডেন্টাল কলেজ ও ডেন্টাল ইউনিটের ২০২১-২২ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার হলে যায়নি ১২ হাজার ৮২৫ জন।

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা গেছে, এবার ডেন্টাল ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য ৬৫ হাজার ৯০৭ জন আবেদন করেছিলেন। এদের মধ্যে পরীক্ষায় উপস্থিত ছিলেন ৫৩ হাজার ৮২ জন। আর অনুপস্থিত ছিলেন ১২ হাজার ৮২৫ জন।

ওই সূত্র আরও জানায়, গত শিক্ষাবর্ষের ন্যায় এবারও ৪৮ ঘণ্টার মধ্যেই ডেন্টাল ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করার প্রস্তুতি নেয়া হচ্ছে। ইতোমধ্যে ঢাকা কেন্দ্রের ভর্তিচ্ছুদের ওএমআর শিট স্ক্রিনিং শুরু হয়েছে। এছাড়া অন্যান্য কেন্দ্র থেকেও ওএমআর শিট ঢাকায় পাঠানো হচ্ছে। কালকের মধ্যে ওএমআর শিট দেখার কাজ শেষ করে রবিবার ফল প্রকাশ করা হবে। তবে কোনো কারণে যদি রবিবার ফল প্রকাশ করা সম্ভব না হয় তাহলে সোমবার ফল প্রকাশ করা হবে।

আরও পড়ুন: শিক্ষায় বিশ্ব র‌্যাংকিংয়ের বিষয় আমরা বুঝিই না: শিক্ষামন্ত্রী

এ প্রসঙ্গে জানতে চাইলে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. এ কে এম আহসান হাবীব দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, এবার ডেন্টালে অনেক শিক্ষার্থী পরীক্ষা দিয়েছে। পরীক্ষার্থীর সংখ্যা বেশি হলেও আমরা দ্রুত সময়ের মধ্যে ফল প্রকাশ করবো। আশা করছি রবিবার ফল প্রকাশ করা সম্ভব হবে।

তিনি আরও বলেন, আজকের পরীক্ষায় ৫৩ হাজার ৮২ জন উপস্থিত ছিলেন। আর অনুপস্থিত ছিলেন ১২ হাজার ৮২৫ জন।


সর্বশেষ সংবাদ