মেডিকেল ভর্তি পরীক্ষায় অনুপস্থিত ৪ হাজার ১৭৫ জন

ভর্তি পরীক্ষার্থী
ভর্তি পরীক্ষার্থী  © ফাইল ফটো

২০২১-২২ শিক্ষাবর্ষের সরকারি-বেসরকারি মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১ এপ্রিল) সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত দেশের ১৯টি কেন্দ্রের ৫৭টি ভেন্যুতে একযোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।

মেডিকেল ভর্তি পরীক্ষায় ১ লাখ ৪৩ হাজার ৯১৫ জন শিক্ষার্থী আবেদন করলেও ৪ হাজার ১৭৫ পরীক্ষার্থী হলে যায়নি। পরীক্ষায় অনুপস্থিতির হার ২ দশমিক ৯ শতাংশ। পরীক্ষায় উপস্থিত ছিলেন ১ লাখ ৩৯ হাজার ৮৭৫ জন।

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা গেছে, ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ কেন্দ্রে মোট পরীক্ষার্থী ছিল ২ হাজার ৮২৭। উপস্থিত ছিলেন ২ হাজার ৪৬৬। অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা ৩৬১। চট্টগ্রাম মেডিকেল কলেজ কেন্দ্রে মোট পরীক্ষার্থী ছিল ১৩৮৯১। উপস্থিত ছিলেন ১৩৫৮৩। অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা ৩০৮। কুমিল্লা মেডিকেল কলেজ মোট পরীক্ষার্থী ছিল ৬ হাজার ৫০৬ জন। উপস্থিত ছিলেন ৬ হাজার ২৯০ জন। অনুপস্থিত ২১৬ জন।

ঢাকা মেডিকেল কলেজ মোট পরীক্ষার্থী ছিল ২০ হাজার। উপস্থিত ছিলেন ১৯ হাজার ৪৮৪ জন। অনুপস্থিত ছিলেন ৫১৬ জন। খুলনা মেডিকেল কলেজে মোট পরীক্ষার্থী ছিল ৫ হাজার জন। উপস্থিত ছিলেন ৪ হাজার ৯৩৬ জন। অনুপস্থিত ৬৪ জন। দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজ মোট পরীক্ষার্থী ছিল ৫ হাজার জন। উপস্থিত ছিলেন ৪ হাজার ৯৩৬ জন। অনুপস্থিত ৬৪ জন। সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ কেন্দ্রে মোট পরীক্ষার্থী ছিলেন ৪ হাজার ৭৫২ জন। উপস্থিত ছিলেন ৪ হাজার ৬৩৩ জন। অনুপস্থিত ১১৯ জন।

আরও পড়ুন: বুয়েটের সঙ্গে আরেকটি প্রতিষ্ঠান দেখবে মেডিকেলের খাতা

মুগদা মেডিকেল কলেজ কেন্দ্রে মোট পরীক্ষার্থী ছিল ৮ হাজার জন। উপস্থিত ছিলেন ৭ হাজার ৮৪০ জন। অনুপস্থিত ১৬০ জন। ময়মনসিংহ মেডিকেল কলেজমোট পরীক্ষার্থী ছিলেন ৮ হাজার ৯৯১ জন। উপস্থিত ছিলেন ৮ হাজার ৭৬৪ জন। অনুপস্থিত ২২৭ জন। পাবনা মেডিকেল কলেজে মোট পরীক্ষার্থী ছিলেন ৩ হাজার ৫০০ জন। উপস্থিত ছিলেন ৩ হাজার ৩৮৭ জন। অনুপস্থি ১১৩ জন।

রাজশাহী মেডিকেল কলেজে মোট পরীক্ষার্থী ছিলেন ১১ হাজার। উপস্থিত ছিলেন ১০ হাজার ৭৭৮ জন। অনুপস্থিত ২২১ জন। রংপুর মেডিকেল কলেজে মোট পরীক্ষার্থী ছিলেন ৭ হাজার। উপস্থিত ছিলেন ৬ হাজার ৯২৪ জন। অনুপস্থিত ৭৬ জন। বরিশাল শের-ই-বংলা মেডিকেল কলেজ কেন্দ্রে মোট পরীক্ষার্থী ৩ হাজার ৮৩২ জন। উপস্থিত ছিলেন ৩ হাজার ৬৪২ জন। অনুপস্থিত ১২৬। ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে মোট পরীক্ষার্থী ছিল ১৪ হাজার। উপস্থিত ছিলেন ১৩ হাজার ৭২৭ জন। অনুপস্থিত ২৭৩ জন।

আরও পড়ুন: মেডিকেল ভর্তি পরীক্ষার সাধারণ জ্ঞান অংশের সমাধান

কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজে মোট পরীক্ষার্থী ছিল এক হাজার ২৩৮ জন। উপস্থিত ছিল এক হাজার ১৮৭ জন। অনুপস্থিত ৫১ জন। শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ৭ হাজার ৭০০ পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিল ৭ হাজার ৪১৪ জন। অনুপস্থিত ২৮৬ জন। গোপালগঞ্জের শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজ কেন্দ্রে ৩ হাজার পরীক্ষার্থীর মধ্যে ২ হাজার ৮৮৪ জন উপস্থিত ছিলেন। অনুপস্থিত ছিলেন ১১৬ জন।

স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ কেন্দ্রে মোট পরীক্ষার্থী ছিল ১০ হাজার। উপস্থিত ছিলেন ৯ হাজার ৫০৯ জন। আর ঢাকা ডেন্টাল কলেজ কেন্দ্রে ৯ হাজার ৬৭৮ পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিলেন ৯ হাজার ৩১৯ জন। অনুপস্থিত ছিলেন ৩৫৯ জন।


সর্বশেষ সংবাদ