মেডিকেল ভর্তি পরীক্ষার ইংরেজি অংশের সমাধান
২০২১-২২ শিক্ষাবর্ষের মেডিকেল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১ এপ্রিল) সারাদেশের ১৯টি কেন্দ্রের ৫৭টি ভেন্যুতে সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।
সকাল ১০টার পর মেডিকেল ভর্তি পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা কেন্দ্রে যান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। এসময় তিনি বলেন, পরীক্ষা সুষ্ঠু হয়েছে। প্রশ্নফাঁসের কোনো সুযোগ নেই।
নিচে দ্যা ডেইলি ক্যাম্পাসের পাঠকদের জন্য মেডিকেল ভর্তি পরীক্ষার ইংরেজি অংশের প্রশ্নের সমাধান তুলে ধরা হলো—
1. The teacher has repeated herself twice,here twice is- Adverb 2.Which is the following sentence contain and inappropriate preposition Early rising is conductive with help
আরও পড়ুন: মেডিকেল ভর্তি পরীক্ষার পদার্থ অংশের সমাধান
3.Synonym for polite is Courteous
4.Select the correct tense" I had been studying english for five before I moved to the USA"- Past perfect continuous years 5.Identify the tense of the Sentence"She will be starting her new job
tomorrow "- Future continuous
6. Which of the following is the meaning of the phrase " read between the lines"- Understand the inner meaning
7. Which is the noun form of the word beneficial- benefit
আরও পড়ুন: মেডিকেল ভর্তি পরীক্ষার রসায়ন অংশের সমাধান
8. Which of the following sentence contain an adverb clause- You can be allowed here only if you are student.
9. Which of the following sentence contain correct subject -verb agreement -One problem for the players was unexpected threats of injury
আরও পড়ুন: মেডিকেল ভর্তি পরীক্ষার জীববিজ্ঞান অংশের সমাধান
10.Select the sentence with a noun as a pr-modifier- No passenger flight departed on that day
11. Which of the following is not a noun- softly
12. Choose the sentence with incorrect use of phrase-l Don't want to hear a long description, i just want the bottom line