১৩ মার্চ ২০২২, ১২:১৩

ডেন্টাল ভর্তি: কোন মেডিকেলে কত আসন

ডেন্টালে ভর্তি  © সংগৃহীত

আগামী ২২ এপ্রিল সরকারি-বেসরকারি ডেন্টাল কলেজ ও ইউনিটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ওই দিন সারাদেশের ১২টি কেন্দ্রে সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠি হবে। ইতোমধ্যে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর ডেন্টালের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, এইচএসসি পাসের পূর্ববর্তী তিন বছরের মধ্যে এসএসসি ও সমমান এবং ২০২০ ও ২০২১ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় পদার্থ, রসায়ন ও জীববিজ্ঞানসহ উভয় পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। এইচএসসি ও সমমান পরীক্ষায় জীববিজ্ঞানে জিপিএ- ৩ থাকতে হবে।

সরকারি ডেন্টাল কলেজ ও ইউনিটগুলোতে মোট আসন রয়েছে ৫৪৫টি। ৫৪৫টি আসনের মধ্যে চট্টগ্রাম মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিটে আসন রয়েছে ৬০টি। ঢাকা ডেন্টাল কলেজে ১১০টি, এম এ জি ওসমানী মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিটে ৫২টি, ময়মনসিংহ মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিটে ৫২টি, রাজশাহী মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিটে ৫৯টি, রংপুর মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিটে ৫২টি, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিটে ৫৬টি, শেরে বাংলা মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিটে ৫২টি ও স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিটে ৫২টি আসন রয়েছে। এসব আসনের মধ্যে সাধারণ শিক্ষার্থীরা ভর্তি হতে পারবেন ৫৩০টি-তে। মুক্তিযোদ্ধা কোটায় আবেদনকারীরা পাবেন ১০টি আসন। পার্বত্য তিন জেলার উপজাতিদের জন্য রয়েছে ৩টি এবং অন্যান্য জেলার উপাজাতিদের জন্য রয়েছে ২টি আসন।

আরও পড়ুন- ডেন্টাল ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ

আগামী ২০ মার্চ দুপুর ১২টা থেকে ডেন্টালে ভর্তির জন্য আবেদন করতে পারবেন ভর্তিচ্ছুরা। ৩০ মার্চ রাত ১২টার আগ পর্যন্ত আবেদন করতে পারবেন শিক্ষার্থীরা। তবে পরীক্ষার ফি ৩১ মার্চ রাত ১২টার আগ পর্যন্ত দেয়া যাবে। ১৭ এপ্রিল থেকে প্রবেশ পত্র বিতরণ শুরু হবে। শিক্ষার্থীদের নির্ধারিত ওয়েবসাইটে গিয়ে প্রবেশপত্র ডাউনলোড করতে হবে। ১৯ এপ্রিল পর্যন্ত শিক্ষার্থীরা প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন।