২৪ ফেব্রুয়ারি ২০২২, ২০:১৭

‘সংক্ষিপ্ত সিলেবাসেই’ জাবি ভর্তি পরীক্ষা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়  © টিডিসি ফটো

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ২০২১-২২ শিক্ষাবর্ষে সম্মান প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় সংক্ষিপ্ত সিলেবাসে হবে। পাশাপাশি দ্বিতীয়বার পরীক্ষা দেওয়ার সুযোগ (সেকেন্ড টাইম) বহাল থাকছে।। ২৪ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) শিক্ষা পর্ষদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈঠকে অংশ নেয়া পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ও প্রাধ্যক্ষ কমিটির সভাপতি মুজিবুর রহমান দ্য ডেইলি ক্যাম্পাসকে বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: বাংলাদেশের জার্সি ডিজাইন করলেন বিইউপি’র তিন শিক্ষার্থী

অধ্যাপক মুজিবুর রহমান বলেন, ভর্তিচ্ছু শিক্ষার্থীদের কথা মাথায় রেখে ‘সংক্ষিপ্ত সিলেবাসে’র উপর ভিত্তি করে ভর্তি পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা পর্ষদ। তারা উচ্চমাধ্যমিকে যে সিলেবাসে পরীক্ষা দিয়েছেন সেটা যথাসম্ভব অনুসরণ করা হবে।

দ্বিতীয়বার ভর্তি নিয়ে জাবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের অধ্যাপক মোতাহার হোসেন বলেন, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চিঠির প্রেক্ষিতে বিষয়টি একাডেমিক কাউন্সিলের এজেন্ডাভুক্ত করা হয়। আজ আলোচনায় বেশিরভাগ সদস্যই দ্বিতীয়বার পরীক্ষা দেওয়ার সুযোগ রাখার পক্ষে মতামত দেন। তাই এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সেকেন্ড টাইম ছাড়াও ভর্তি পরীক্ষা পদ্ধতি নিয়ে ও শিক্ষা পর্ষদের বৈঠকে আলোচনা হয়েছে বলে জানা গেছে।