জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তির রিলিজ স্লিপের আবেদনের সময় বাড়ল
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৫ ডিসেম্বর ২০২১, ০৪:৫৪ PM , আপডেট: ০৫ ডিসেম্বর ২০২১, ০৪:৫৪ PM
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২০-২০২১ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি কার্যক্রমে ২য় ও সর্বশেষ রিলিজ স্লিপে অনলাইন আবেদনের সময় বাড়ানো হয়েছে। আগামী সোমবার (০৬ ডিসেম্বর) পর্যন্ত ভর্তিচ্ছুরা আবেদন করতে পারবেন।
রবিবার (০৫ ডিসেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের স্নাতকপূর্ব শিক্ষা বিষয়ক স্কুলের (ভারপ্রাপ্ত) ডিন অধ্যাপক ড. মো. নাসির উদ্দিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২০-২১ শিক্ষাবর্ষের অনার্স ১ম বর্ষ (নিয়মিত) প্রোগ্রামের ভর্তি কার্যক্রমের ২য় ও সর্বশেষ রিলিজ স্লিপের অনলাইন আবেদনের সময়সীমা আগামী ০৬ ডিসেম্বর রাত ১২টা পর্যন্ত বৃদ্ধি করা হলো। তবে বিজ্ঞপ্তির অন্যান্য শর্তাবলী অপরিবর্তিত থাকবে।
এর আগে, গত ২৪ নভেম্বর বিকাল ৪টা থেকে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি কার্যক্রমে ২য় ও সর্বশেষ রিলিজ স্লিপে অনলাইন আবেদন শুরু হয়। আগের সিদ্ধান্ত অনুযায়ী গতকাল শনিবার রাতে এ আবেদনের সময় শেষ হয়েছে।
এদিকে, শেষ দিনের আবেদনে কারিগরি জটিলতার কারণে অনেক ভর্তিচ্ছু বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটে প্রবেশ করতে পারেননি। পরে এ বিষয়ে দ্যা ডেইলি ক্যাম্পাসে সংবাদ প্রচারিত হলে বিষয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আসে।