পরিবহন ধর্মঘট: দুর্ভোগে ভর্তি পরীক্ষার্থীরা
- ঢাকা কলেজ প্রতিনিধি
- প্রকাশ: ০৬ নভেম্বর ২০২১, ০৯:৩১ AM , আপডেট: ০৬ নভেম্বর ২০২১, ০৯:৪৪ AM
দ্বিতীয় দিনের মত চলা পরিবহন ধর্মঘটের কারণে চরম দুর্ভোগ মাথায় নিয়ে কেন্দ্রে আসতে হচ্ছে ভর্তি পরীক্ষার্থীদের। সড়কের গণপরিবহন না থাকায় অতিরিক্ত ভাড়া এবং ব্যাপক ভোগান্তি পেরিয়ে তাদের পৌঁছাতে হচ্ছে নির্দিষ্ট গন্তব্যে। শনিবার (৬ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত রাজধানীর সাত সরকারি কলেজের স্নাতক শ্রেণির বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা দিতে আসা পরীক্ষার্থীরা এমনটিই জানান।
পরীক্ষার্থীরা জানান, বাস চলাচল না করায় অনেকেই গ্রাম থেকে ঢাকায় আসতেই পারেনি। আবার যারা আসতে পেরেছে দূর-দূরান্ত থেকে সকালে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাতে বড় রকমের ঝামেলা পোহাতে হচ্ছে।
রাজধানী ঢাকা কলেজ কেন্দ্রে পরীক্ষা দিতে আসা হাবিবা ইয়াসমিন নামের এক পরীক্ষার্থী বলেন, চরম দুর্ভোগ মাথায় নিয়ে পরীক্ষা দিতে এসেছি। নারায়ণগঞ্জ থেকে এ পর্যন্ত ৬০০ টাকা খরচ করে এসেছি। অথচ স্বাভাবিক সময়ে ৫০ থেকে ৬০ টাকা লাগতো।
জুলকারনাইন নামের আরেক পরীক্ষার্থী বলেন, দূর-দূরান্তের শিক্ষার্থীদের কথা বিবেচনা করা হলেও প্রশাসন এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের পরীক্ষা নিয়ে অথবা ধর্মঘট নিয়ে চিন্তা করা প্রয়োজন ছিল। কিন্তু দায়িত্বজ্ঞানহীন প্রশাসন এবং সংশ্লিষ্টদের সমন্বয়হীনতার ফল ভোগ করতে হচ্ছে সাধারণ শিক্ষার্থীদের।
প্রসঙ্গত, সকাল ১০ টা থেকে বেলা ১১টা পর্যন্ত ঢাবি অধিভুক্ত সাত কলেজের ২০২০-২১ শিক্ষাবর্ষে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা এ পরীক্ষায় অংশগ্রহণ করবেন। বিজ্ঞান ইউনিটের এ পরীক্ষায় ৬৫০০ আসনের বিপরীতে লড়বে ৪১ হাজার ৯৪ জন।