সকাল ১০টায় শুরু হচ্ছে সাত কলেজের ভর্তি পরীক্ষা

ঢাকা কলেজ কেন্দ্রে ভর্তি পরীক্ষার্থীদের ভিড়
ঢাকা কলেজ কেন্দ্রে ভর্তি পরীক্ষার্থীদের ভিড়  © টিডিসি ফটো

সকাল দশটায় শুরু হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজের স্নাতক শ্রেণীর ভর্তি পরীক্ষা। ৫ নভেম্বর (শুক্রবার) ২০২০-২১ শিক্ষাবর্ষের বাণিজ্য ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

সাতটি কেন্দ্রে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। কেন্দ্র সাতটি হলো- ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, শহীদ সোহরাওয়ার্দী কলেজ, সরকারি কবি নজরুল কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, মিরপুর বাঙলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজ।

পরীক্ষা কমিটির দেওয়া তথ্যমতে, বাণিজ্য ইউনিটের ভর্তির পরীক্ষার জন্য এবছর আবেদন পড়েছে
২৩৭০০টি। বিপরীতে সাতটি কলেজে বানিজ্য ইউনিটের বিভাগগুলোতে মোট আসন সংখ্যা ৫৩১০টি। এরমধ্যে ঢাকা কলেজে আসন সংখ্যা ৬০০ টি, ইডেন মহিলা কলেজে আসন সংখ্যা ১০৫৫টি, সরকারি তিতুমীর কলেজে আসন সংখ্যা ১৪৬৫টি, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজে আসন সংখ্যা ৪০০টি, কবি নজরুল সরকারি কলেজে আসন সংখ্যা ৭০০টি, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজে আসন সংখ্যা ১৩০ টি, সরকারি বাঙলা কলেজে আসন সংখ্যা ৯৬০টি।

এক্ষেত্রে ইডেন মহিলা কলেজ ও বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের আসন গুলো শুধু ছাত্রীদের এবং ঢাকা কলেজের আসন সমূহ শুধু ছাত্রদের জন্য সংরক্ষিত থাকবে। এছাড়াও সরকারি তিতুমীর কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, এবং সরকারি বাঙলা কলেজে ছাত্র-ছাত্রী ভর্তি হতে পারবেন।

অপরদিকে ভর্তি পরীক্ষা নিতে সব ধরণের প্রস্তুতি কেন্দ্রগুলোতে সম্পন্ন করা হয়েছে বলে জানিয়েছেন সেভেন কলেজ টিচার্স এসোসিয়েশনের ও ঢাকা কলেজ শিক্ষক পরিষদ সম্পাদক ড. মো. আব্দুল কুদ্দুস সিকদার। তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্দেশনা মোতাবেক পরীক্ষা নিতে কেন্দ্র গুলোতে সবধরণের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। ঢাকা কলেজ কেন্দ্রে প্রায় তিনহাজারের উপর পরীক্ষার্থী অংশ নিবে। স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা নিতে সব প্রস্তুতি নেওয়া হয়েছে।


সর্বশেষ সংবাদ