চবিতে ঢাবি’র ঘ ইউনিটে অনুপস্থিতি ৩০.৬৪ শতাংশ

পরীক্ষার্থী
পরীক্ষার্থী  © টিডিসি ছবি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ঢাবি’র ঘ ইউনিটের ভর্তি পরীক্ষা আজ সকাল ১১টায় অনুষ্ঠিত হয়েছে। ঢাবি'র ঘ ইউনিটের মোট পরীক্ষার্থীর ৬৯ দশমিক ৩৬ শতাংশ উপস্থিতি ছিল যা ৬ হাজার ৮৬৯ জন। মোট পরীক্ষার্থীর সংখ্যা ৯ হাজার ৯০৩ জন থাকলেও ৩ হাজার ৩৪ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেনি। যা মোট পরীক্ষার্থীর ৩০ দশমিক ৬৪ শতাংশ।

প্রশ্নপত্র নিয়ে ভর্তি-ইচ্ছু আরিফুর রহমান আসিফ দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, প্রশ্ন স্বাভাবিক হয়েছে। পরীক্ষাও মোটামুটি ভালো হয়েছে। চান্স পাওয়াটা ভাগ্যের বিষয়।

চবিতে ঢাবি'র পরীক্ষা দেওয়ার অনুভূতি জানিয়ে মেহরিন আক্তার নামে এক ভর্তি-ইচ্ছু বলেন, চবি'তে শাটলে করে আসতে একটু কষ্ট হলেও অনেক আনন্দ পেয়েছি। ক্যাম্পাসও দারুণ। পরীক্ষা দিতে কোনো অসুবিধা হয়নি।

প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া বলেন, ‘ঘ’ ইউনিটের পরীক্ষার মাধ্যমে ঢাবির পাঁচ ইউনিটের পরীক্ষা শেষ হলো। অভিভাবক ও শিক্ষার্থীরা আমাদের সার্বিক ব্যবস্থাপনায় খুশি হয়েছেন। জালিয়াতি বা অনিয়মের কোনো ঘটনা ঘটেনি।

উল্লেখ্য, এবার ঢাবি’র ‘ঘ’ ইউনিটে ১ হাজার ৫৭০টি আসনের বিপরীতে মোট আবেদন জমা পড়েছিল ১ লাখ ১৫ হাজার ৮৮১টি।


সর্বশেষ সংবাদ