বশেমুরবিপ্রবিতে গুচ্ছ ভর্তি পরীক্ষায় জালিয়াতি, আটক ১
- বশেমুরবিপ্রবি প্রতিনিধি
- প্রকাশ: ১৭ অক্টোবর ২০২১, ০৩:৩৫ PM , আপডেট: ১৭ অক্টোবর ২০২১, ০৩:৩৫ PM
গুচ্ছভুক্ত ২০ বিশ্ববিদ্যালয়ের ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা শেষ হয়েছে। রোববার (১৭ অক্টোবর) বেলা ১২টা থেকে ১টা পর্যন্ত সারাদেশের ২৬টি কেন্দ্রে একযোগে এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। গুচ্ছ পদ্ধতির ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষায় জালিয়াতির খবর পাওয়া গেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি)।
রবিবার (১৭ অক্টোবর) পরীক্ষা দিতে আসা এক শিক্ষার্থী কাছে ব্লুটুথ ডিভাইস পাওয়া গেছে। তার নাম দীন ইসলাম। জালিয়াতি করায় তার ভর্তি পরীক্ষা বাতিল করা হয়েছে৷
তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে বলে সাংবাদিকদের জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রাজিউর রহমান।