চবি ভর্তিচ্ছুদের ছবি-ফোন নম্বরসহ যেসব তথ্য সংশােধনের সুযোগ দিচ্ছে
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৩ অক্টোবর ২০২১, ০৪:০২ PM , আপডেট: ০৩ অক্টোবর ২০২১, ০৪:০২ PM
আগামী ২৭ অক্টোবর থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২০-২০২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে। ৫ নভেম্বর পর্যন্ত চলবে বিভিন্ন ইউনিট ও উপ-ইউনিটের ভর্তি পরীক্ষা।
চবি ভর্তিচ্ছু পরীক্ষার্থী র ছবি-ফোন নম্বরসহ বেশকিছু তথ্য সংশােধনের সুযোগ দিয়েছে ভর্তি কার্যক্রম পরিচালনা কমিটি। আজ রবিবার (৩ অক্টোবর) থেকে আগামী ১০ অক্টোবরের মধ্যে নির্ধারিত ফি পরিশোেধ সাপেক্ষে হেল্প ডেস্কে যােগাযােগ করে তা সংশােধন করতে পারবে বলে এক বিজ্ঞপ্তিতে জানায় ভর্তি কমিটি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত ২০২০-২০২১ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি কার্যক্রম পরিচালনা কমিটির ২২তম সভার ২নং সিদ্ধান্ত অনুসারে আসন্ন ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষার আবেদনকারী কোন পরীক্ষার্থী তার ছবি, মােবাইল নম্বর (আবেদনের সময় উল্লিখিত), পিতা/মাতার নাম ও বাের্ড ডাটা ৩ অক্টোবর থেকে ১০ অক্টোবরের মধ্যে নির্ধারিত ফি পরিশোেধ সাপেক্ষে হেল্প ডেস্কে যােগাযােগ করে সংশােধন করতে পারবে। এক্ষেত্রে অন্যান্য শর্তাদি পূর্বের ন্যায় অপরিবর্তিত থাকবে বলে এতে বলা হয়েছে।
সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২৭ ও ২৮ অক্টোবর ‘বি’ ইউনিট, ২৯ অক্টোবর ‘সি’ ইউনিট, ৩০ ও ৩১ অক্টোবর ‘ডি’ ইউনিট এবং ১ ও ২ নভেম্বর ‘এ’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এছাড়া ৫ নভেম্বর উপ-ইউনিট ‘বি-১’ ও ‘ডি-১’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।