চবি কেন্দ্রে ঢাবি’র ‘খ’ ইউনিটের পরীক্ষায় উপস্থিতি ৮৭ শতাংশ
- চবি প্রতিনিধি
- প্রকাশ: ০২ অক্টোবর ২০২১, ০৩:২৪ PM , আপডেট: ০২ অক্টোবর ২০২১, ০৩:৪৩ PM
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) স্নাতক ১ম বর্ষে ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় চট্টগ্রাম অঞ্চলের কেন্দ্র চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শনিবার (২ অক্টোবর) সকাল ১১টায় ‘খ’ ইউনিটের পরীক্ষা শুরু হয়ে দুপুর সাড়ে ১২টায় শেষ হয়। চবি কেন্দ্রের ২ হাজার ৮৫১ জন পরীক্ষা দেওয়ার কথা থাকলেও উপস্থিত ছিলেন ২ হাজার ৪৭১ জন। পরীক্ষায় অনুপস্থিত ছিলেন ৩৮০ জন শিক্ষার্থী। যা ১৩.২৩ শতাংশ। এর উপস্থিতি ৮৭ শতাংশ।
চবি প্রক্টর রবিউল হাসান ভূঁইয়া বলেন, পরীক্ষা সুষ্ঠুভাবে শেষ হয়েছে। চবি উপাচার্য পরীক্ষার হল পরিদর্শন করেছেন। সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন করার জন্য আইনশৃঙ্খলা বাহিনী ও প্রক্টরিয়াল বোর্ড কাজ করেছে। জালিয়াতি বা অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি।
প্রশ্নপত্র নিয়ে ভর্তি-পরীক্ষার্থী আবদুল্লাহ আল শাহরিয়ার বলেন, প্রশ্নপত্র সহজ হয়নি আবার কঠিনও হয়নি। তবে প্রস্তুতি ভালো ছিল, ইনশাআল্লাহ আশাবাদী।
ঢাবি’র পরীক্ষা চবি'তে হওয়া নিয়ে ফেনীর ভর্তিচ্ছু সাদমান ফারিয়াজ প্রান্ত বলেন, করোনার কারণে এমনটা হয়েছে তবে সবকিছু মিলিয়ে ভালো লেগেছে। ঢাবিতে হলে একটু কষ্ট বেশি হতো। চবিতে হওয়ায় একটু সুবিধা হলো।