নার্সিং ও মিডওয়াইফারি ভর্তি পরীক্ষার হলে যায়নি ১০ হাজার ২৮২ জন
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০২ অক্টোবর ২০২১, ০৩:১৮ PM , আপডেট: ০২ অক্টোবর ২০২১, ০৩:১৮ PM
২০২০-২১ শিক্ষাবর্ষে বিএসসি ইন নার্সিং ও মিডওয়াইফারি কোর্সের ভর্তি পরীক্ষায় হলে যায়নি ১০ হাজার ২৮২ শিক্ষার্থী। গতকাল শুক্রবার সারাদেশের বিভিন্ন কেন্দ্রে এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
ভর্তি পরীক্ষা আয়োজক কমিটি সূত্রে জানা গেছে, বিএসসি ইন নার্সিং কোর্সে ভর্তির আবেদন করেছিলেন ২৪ হাজার ৬৭৬ জন। আর ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স ও মিডওয়াইফারি কোর্সে ভর্তির জন্য আবেদন করেছিলেন ৫৫ হাজার ৭৩৯ জন।
বিষয়টি নিশ্চিত করে নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের রেজিস্ট্রার সুরাইয়া বেগম শনিবার (২ অক্টোবর) দ্যা ডেইলি ক্যাম্পাসকে জানান, নার্সিং ও মিডওয়াইফারি ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য ৮০ হাজার ৪১৫ জন আবেদন করেছিলেন। এদের মধ্যে ৭০ হাজার ১৩৩ জন পরীক্ষায় উপস্থিত ছিলেন। আর অনুপস্থিত ছিলেন ১০ হাজার ২৮২ জন।
প্রসঙ্গত, সারাদেশের নার্সিং ও মিডওয়াইফারি প্রতিষ্ঠানে সব মিলিয়ে মোট আসন রয়েছে ৩০ হাজার। ১০০ নম্বরের এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। সময় ছিল ১ ঘণ্টা।