বিজ্ঞপ্তি দিয়ে ভর্তি পরীক্ষার তারিখ জানাল ডুয়েট
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২১, ০৭:০৬ PM , আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০২১, ০৭:০৬ PM
ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) ২০২০-২০২১ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ ভর্তি পরীক্ষা আগামী বুধবার ও বৃহস্পতিবার (২৯ ও ৩০ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হবে।
সোমবার (২৭ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়টির পাবলিকেশন কাম ইনফরমেশন অফিসার মো. জিয়াউল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২০-২০২১ শিক্ষাবর্ষের বিএসসি ইঞ্জিনিয়ারিং ও ব্যাচেলর অব আর্কিটেকচার প্রোগ্রামের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা যথাযথ স্বাস্থ্যবিধি মেনে আগামী বুধবার (২৯ সেপ্টেম্বর) এবং বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হবে।
এতে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাসে দুই দিনব্যাপী এই পরীক্ষার প্রথম দিন (২৯ সেপ্টেম্বর) বিএসসি ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামের অর্ন্তভুক্ত কেমিক্যাল এন্ড ফুড ইঞ্জিনিয়ারিং, তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল এবং ম্যাটেরিয়াল্স এন্ড মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
দ্বিতীয় দিন (৩০ সেপ্টেম্বর) ব্যাচেলর অব আর্কিটেকচার প্রোগ্রামের অর্ন্তভুক্ত যন্ত্রকৌশল, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, স্থাপত্য, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং এবং ইন্ডাস্ট্রিয়াল এন্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এর আগে, গত ৫ ও ৬ সেপ্টেম্বর এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু করোনা পরিস্থিতির কারণে এ পরীক্ষাগুলো পেছিয়ে দেয়া হয়। ভর্তি বিষয়ক যেকোনো তথ্য http://admission.duetbd.org ওয়েবসাইটে পাওয়া যাবে।