গুচ্ছ ভর্তি পরীক্ষা

প্রাথমিক আবেদনে বাদ পড়া শিক্ষার্থীরাও চূড়ান্ত আবেদনের সুযোগ পাচ্ছেন

শিক্ষার্থী
শিক্ষার্থী  © ফাইল ফটো

২০ বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষায় প্রাথমিক আবেদনে বাদ পড়া শিক্ষার্থীদেরও চূড়ান্ত আবেদনের সুযোগ দিতে যাচ্ছে ভর্তি পরীক্ষা আয়োজক কমিটি। আগামীকাল বুধবার (৮ সেপ্টেম্বর) থেকে প্রাথমিকভাবে বাদ পড়া শিক্ষার্থীদের আবেদন শুরু হবে। 

ভর্তি পরীক্ষা আয়োজক কমিটি সূত্রে জানা গেছে, প্রথম পর্যায়ে চূড়ান্ত আবেদনের সুযোগ পাওয়া  এক লাখ ৩১ হাজার ৯০৬ জন শিক্ষার্থীর আবেদনের সময়সীমা আজই শেষ হচ্ছে। আজকের পর তারা আর আবেদনের সুযোগ পাবেন না। কাল থেকে বাদ পড়া শিক্ষার্থীদের আবেদন শুরু হবে।

সূত্র জানায়,যতগুলো আসন ফাঁকা থাকবে ততজন শিক্ষার্থীকে মুঠোফোনে এসএমএসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। কাল থেকেই এসএমএস প্রাপ্ত শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। এরপরও যদি আসন পূরণ না হয় তাহলে দ্বিতীয় ধাপে প্রাথমিক আববেদনে বাদ পড়া শিক্ষার্থীদের আবেদনের সুযোগ দেওয়া হবে।

এ প্রসঙ্গ জানতে চাইলে গুচ্ছ ভর্তি সংক্রান্ত টেকনিক্যাল কমিটির আহ্বায়ক ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক মোনাজ আহমেদ দ্যা ডেইলি ক্যাম্পাসকে জানান, প্রথম পর্যায়ে আবেদনের সুযোগ পাওয়া ১ লাখ ৩১ হাজার ৯০৬ জন শিক্ষার্থী আজকের পর আর আবেদনের সুযোগ পাবে না। কাল থেকে প্রাথমিক আবেদনে বাদ পড়া শিক্ষার্থীদের আবেদন শুরু হবে।

তিনি বলেন, আগামীকাল ১ লাখ ৩১ হাজার ৯০৭ সিরিয়াল থেকে আবেদন শুরু হবে। যতগুলো আসন ফাঁকা থাকবে ততজন শিক্ষার্থীর মুঠোফোনে এসএমএস পাঠানো হবে। দ্বিতীয় ধাপের আবেদনেও যদি শূন্যপদ পূরণ না হয়, তাহলে তৃতীয় ধাপের আবেদন গ্রহণ করা হবে।

এদিকে টেকনিক্যাল কমিটির একটি সূত্র জানিয়েছে আজ সোমবার দুপুর আড়াইটা পর্যন্ত বিজ্ঞান শাখায় প্রায় এক লাখ শিক্ষার্থী আবেদন করেছেন। তবে আবেদনকৃত শিক্ষার্থীদের‌ অনেকেই টাকা জমা দেয়নি। আগামীকাল সকাল ১০টার পর প্রকৃত শূন্যপদের সংখ্যা জানা যাবে। এছাড়া বিজ্ঞানের শিক্ষার্থীদের জন্য আসন সংখ্যা বাড়ানোর বিষয়েও ভাবা হচ্ছে।

এ প্রসঙ্গে জানতে চাইলে গুচ্ছ ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির যুগ্ম আহবায়ক ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন দ্যা ডেইলি ক্যাম্পাসকে জানান,  আমাদের বেধে দেওয়া ১ লাখ ৩১ হাজার ৯০৬টি আসনই পূরণ হয়নি। আবেদনের সংখ্যা বেশি হলে ২০ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে আলোচনা করে আসন সংখ্যা বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।


সর্বশেষ সংবাদ