জাবির ভর্তিচ্ছুদের ছবি-স্বাক্ষর আপলোড প্রক্রিয়া শুরু
- জাবি প্রতিনিধি
- প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২১, ০৩:১৪ PM , আপডেট: ১২ জানুয়ারি ২০২২, ০১:৪৯ PM
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২০-২০২১ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষার্থীদের ছবি আপলোড ও স্বাক্ষর নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। আগামী ২১ সেপ্টেম্বর পর্যন্ত ছবি ও স্বাক্ষর আপলোডের করা যাবে। এছাড়া, একই সময়ের মধ্যে প্রশ্নপত্রের ভাষা সংক্রান্ত সমস্যা সমাধানের জন্যও সহায়তা কেন্দ্রে যোগাযোগ করতে বলা হয়েছে।
এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই সময়ের পর আবেদন সংক্রান্ত তথ্য (ছবি, স্বাক্ষর এবং প্রশ্নপত্রের ভাষা) পরিবর্তন করা যাবে না। তাই ছবি, স্বাক্ষর ও প্রশ্নপত্রের ভাষা সংক্রান্ত সমস্যা তৈরি হলে তা সমাধানের জন্য বিশ্ববিদ্যালয়ের অনলাইন সহায়তা কেন্দ্রে (https://juniv-admission.org/) যোগাযোগ করতে বলেছে কর্তৃপক্ষ।
তাছাড়া প্রবেশপত্র ডাউনলোড এবং ভর্তি পরীক্ষার সময়সূচি পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটে (www.juniv-admission.org) জানানো হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
এদিকে, জাবিতে প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার অনলাইন আবেদন প্রক্রিয়ার ধাপসমূহ বিস্তারিত জানা যাবে এই লিংক থেকে।
বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার ও ভর্তি পরিচালনা কমিটির সদস্য সচিব আবু হাসান দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, প্রবেশপত্র ডাউনলোড ও ভর্তি পরীক্ষার সময়সূচি ওয়েবসাইটের মাধ্যমে পরবর্তীতে জানিয়ে দেয়া হবে।