বাবুনগরীকে শেষ বিদায় জানাতে হাটহাজারীতে মানুষের ঢল

বাবুনগরীকে শেষ বিদায় জানাতে হাটহাজারীতে মানুষের ঢল
বাবুনগরীকে শেষ বিদায় জানাতে হাটহাজারীতে মানুষের ঢল  © ফাইল ফটো

হেফাজতে ইসলামের নায়েবে আমির আল্লামা জুনায়েদ বাবুনগরীর জানাজায় অংশ নিতে হাটহাজারীর দারুল উলুম মঈনুল ইসলাম মাদ্রাসায় ভিড় করেছেন হেফাজত নেতাকর্মীসহ অসংখ্য মানুষ। মাদ্রাসা প্রাঙ্গণে বাবুনগরীর জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে আল্লামা শফীর কবরের পাশে তাকে দাফন করা হবে। 

বৃহস্পতিবার (১৯ আগস্ট) রাত পৌনে ৯টার দিকে  বাবুনগরীর মরদেহ হাটহাজারী মাদ্রাসায় আনা হয়। এর আগে মরদেহটি তার গ্রামের বাড়ি ফটিকছড়িতে নিয়ে যাওয়া হয়। সেখানে পরিবারের সদস্যদের দেখিয়ে রাতে হাটহাজারীর দারুল উলুম মঈনুল ইসলাম মাদ্রাসায় আনা হয়। বাবুনগরীকে শেষ বিদায় জানাতে রাত ৯টা থেকেই মাদ্রাসায় ভিড় করেন মানুষজন। 

উল্লেখ্য, বৃহস্পতিবার (১৯ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে চট্টগ্রামের সিএসসিআর হাসপাতালে মারা যান জুনায়েদ বাবুনগরী। গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তির পর দুপুর  সাড়ে ১২টার দিকে বাবু নগরীকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।


সর্বশেষ সংবাদ