ডেন্টালের ভর্তি পরীক্ষা পেছানোর চিন্তা নেই মন্ত্রণালয়ের

ভর্তি পরীক্ষার্থী
ভর্তি পরীক্ষার্থী  © ফাইল ফটো

আগামী ১১ জুন ২০২০-২১ শিক্ষাবর্ষে সরকারি-বেসরকারি ডেন্টাল কলেজের ভর্তি নেয়ার বিষয়ে অনড় অবস্থানে রয়েছে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। সবকিছু স্বাভাবিক হওয়ায় নির্ধারিত সময়েই পরীক্ষা আয়োজন করতে চায় তারা।

ভর্তি পরীক্ষা আয়োজক কমিটি সূত্রে জানা গেছে, আগামী ৩ মে পর্যন্ত লকডাউনের মেয়াদ বৃদ্ধি করায় পরীক্ষা আয়োজন করা নিয়ে শঙ্কা তৈরি হয়েছিল। তবে গণপরিবহন চলাচলসহ সবকিছু প্রায় স্বাভাবিক হয়ে আসায় পরীক্ষা যথাসময়ে আয়োজনের পক্ষেই স্বাস্থ্য মন্ত্রণালয়। ভর্তি পরীক্ষা আয়োজক কমিটিকেও সেভাবেই প্রস্তুতি নিতে বলা হয়েছে।

এ প্রসঙ্গে জানতে চাইলে ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির সদস্য সচিব ও স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. এ কে এম আহসান হাবীব দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, পরীক্ষা পেছানোর বিষয়ে আমাদের কোনো নির্দেশনা দেয়া হয়নি। আমরা ১১ জুন পরীক্ষা ধরেই সামনে এগোচ্ছি।

তিনি আরও বলেন, মন্ত্রণালয় থেকে আমাদের পরীক্ষার প্রস্তুতি নিতে বলা হয়েছে। তারা আমাদের যেভাবে নির্দেশনা দিচ্ছে আমরা সেভাবেই আগাচ্ছি। মন্ত্রণালয় যদি মনে করে তারা ১১ জুন পরীক্ষা নেবে না তাহলে আমরাও সেভাবেই আগাবো।

প্রবেশপত্র ডাউনলোড প্রসঙ্গে তিনি বলেন, ভর্তি পরীক্ষার এখনো সময় আছে। পরীক্ষার দুই/তিনঘণ্টা আগেও শিক্ষার্থীরা প্রবেশপত্র ডাউনলোড করতে পারে। এটা নিয়ে এত প্যানিকের কিছু নেই। সময় হলেই অ্যাডমিট কার্ড ডাউনলোডের সময়সূচি জানিয়ে দেয়া হবে।


সর্বশেষ সংবাদ